IND vs ENG 3rd ODI All Awards List। ভারত-ইংল্যান্ড তৃতীয় ম্যাচে কে কত টাকা জিতলেন?

Spread the love

আমদাবাদে গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড ওঠে শুভমন গিলের(Shubhmann Gill) হাতে। ১৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১০২ বলে ১১২ রানের দাপুটে ইনিংস খেলা শুভমন গিল স্মারক ছাড়াও জিতে নেন ১ লক্ষ টাকা পুরস্কার। আমদাবাদের তৃতীয় ওয়ান ডে ম্যাচে আপনে লিয়ে আপনোকে লিয়ে পুরস্কার জিতে নেন লোকেশ রাহুল। তিনি ৫ নম্বরে ব্যাট করতে নেমে ২৯ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। আগ্রাসী ইনিংসে রাহুল মোট ৩টি চার ও ১টি ছক্কা মারেন। তিনি ১৩৭.৯৩ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেন। লোকেশ রাহুল এক্ষেত্রে ট্রফি ছাড়াও জিতে নেন ১ লক্ষ টাকা পুরস্কার। 

মোতেরায় গ্রেট স্ট্রাইকার অফ দ্য ম্যাচ পুরস্কার জেতেন শুভমন গিল। তিনি মারকাটারি ইনিংসে ১৪টি চার ও ৩টি ছক্কা হাঁকানোর সুবাদেই এই খেতাব জিতে নেন। এই পুরস্কারের জন্য স্মারক ছাড়াও গিলের পকেটে ঢোকে ১ লক্ষ টাকা।

স্মার্ট সেভার অফ দ্য ম্যাচ পুরস্কার ওঠে লোকেশ রাহুলের হাতে। আগ্রাসী ব্যাটিং ছাড়াও ম্যাচে একটি অনবদ্য ক্যাচ ধরেন লোকেশ। সেই সঙ্গে একটি দুর্দান্ত স্টাম্প-আউটও করেন রাহুল। লোকেশ এক্ষেত্রে স্মারক ছাড়াও জিতে নেন ১ লক্ষ টাকা পুরস্কার। 

আমদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত শতরান করার সুবাদে প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার জিতে নেন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন শুভমন গিল। তাঁর ১৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে করা ১০২ বলে ১১২ রানের ইনিংসটিই যে ভারতের জয়ের ভিত গড়ে দেয়, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। গিল এক্ষেত্রে ট্রফি ছাড়াও পকেটে পোরেন ১ লক্ষ টাকা।তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ২টি হাফ-সেঞ্চুরি ও ১টি শতরান-সহ সাকুল্যে ২৫৯ রান সংগ্রহ করেন শুভমন গিল। সঙ্গত কারণেই প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কারও ওঠে শুভমন গিলের হাতে। গিল এক্ষেত্রে ট্রফি ছাড়াও জিতে নেন আড়াই লক্ষ টাকা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *