India and China LAC Breakthrough। LAC-তে টহল নিয়ে ঐক্যমতে ভারত ও চিন! সরানো হবে সেনা

Spread the love

প্রায় পাঁচ বছর পরে লাদাখ সীমান্তে কাটতে চলেছে জট। কারণ প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) বরাবর টহলদারি নিয়ে ঐক্যমতে পৌঁছেছে ভারত এবং চিন। আর সেটার ভিত্তিতেই সেনা সরানোর প্রক্রিয়া শুরু হবে। সোমবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি বলেছেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে যে আলোচনা চলেছে, সেটার ফলস্বরূপ ভারত-চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা প্যাট্রলিং নিয়ে ঐক্যমতে পৌঁছেছে দু’দেশ।’ সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ওই ঐক্যমতে পৌঁছানোর ফলে সেনা সরিয়ে নেওয়ার পথ প্রশস্ত হতে পারে। আর তার ফলে ২০২০ সালে পূর্ব লাদাখ সীমান্তে যে সমস্যার সূত্রপাত হয়েছিল, সেটার সমাধান হবে বলে আশাপ্রকাশ করেছেন ভারতের বিদেশ সচিব।

সংবাদংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ডেসপ্যাং এবং ডেমচক এলাকা থেকে টহলদারি নিয়ে ভারত এবং চিন ঐক্যমতে পৌঁছেছে।

মোদীর ব্রিকস সফরের আগেই ঘোষণা

আর ভারতের বিদেশ সচিব সেই ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফরের ঠিক একদিন আগেই। ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকা) সম্মেলনে যোগ দিতে রাশিয়ার কাজানে যাবেন মোদী। সরকারিভাবে কিছু জানানো না হলেও কানাঘুষো শোনা যাচ্ছে যে ব্রিকস সম্মেলনের ফাঁকেই চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। যদিও বিষয়টি নিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *