দেখতে দেখতে চলে এল ইন্ডিয়ান আইডলের ফাইনাল। বিগত কয়েকমাস ধরে সংগীতপ্রেমী দর্শকদের মনোরঞ্জনের পর এবার বিদায় জানানোর পালা। তবে শেষদিন চোখের জলে ভাসতে দেখা গেল শ্রেয়া, বাদশা-বিশালদের। কান্না ধরে রাখতে পারলেন না সেরা ৬-এ থাকা প্রতিযোগীরাও।
সোনি টিভির শেয়ার করা একটি প্রোমোয় দেখা গেল, পাশাপাশি সোফায় বসে আছেন বিচারকরা। পিছনেই ফাইনালে পৌঁছনো ৬জন। মাঝখানে শ্রেয়া ঘোষাল, একপাশে বাদশা, অন্য পাশে বিশাল দাদলানি। আর বাদশার পাশে সঞ্চালক আদিত্য নারায়ণ। এরপর সামনে থাকা স্ক্রিনে ফুটে উঠতে শুরু করে ইন্ডিয়ান আইডল সফরের একাধিক মুহূর্ত। যা দেখে কখনো সকলে মিলে হাসলে, তো আবার ফেললেন চোখের জল। বাদশাকে বারবার চোখ মুছতে দেখা যায়। সজল চোখে শ্রেয়াও ‘ভাইয়ের’ হাত ধরে কেঁদে ফেলেন।
কদিন আগেই আসলে, শ্রেয়ার জন্মদিনে সহ-বিচারককে দিদি বলে ডেকেছিলেন বাদশা। তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘ইন্ডিয়ান আইডল আমাকে দিদি দিয়েছে, গুরু দিয়েছে’… বাদশার বলা কথাগুলোও দেখানো হয় এই ভিডিয়োতে। যা দেখে ফের কেঁদে ফেলেন দুজনে। এর আগে এলিমিনেট হয়ে যাওয়া প্রতিযোগীদের মনে করে, কাঁদতে থাকেন ৬ ফাইনালিস্টও। পুরো সেট যেন ভালোবাসা আর বিষাদের মিশ্র অনুভূতিতে ভরে ওঠে।
ইন্ডিয়ান আইডল হল সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের ফ্ল্যাগশিপের রিয়েলিটি শো, যার এই পর্যন্ত ১৫টি সিজন সম্প্রচারিত হয়েছে। স্নেহা, শুভজিৎ চক্রবর্তী, চৈতন্য দেবাদে (মাউলি), প্রিয়ংশু দত্ত, মানসী ঘোষ এবং অনিরুদ্ধ সুস্বরাম ফাইনালে পৌঁছেছেন, এবং তাদের মধ্যে একজন শিরোপা জিতবেন। যা জানা যাবে রবিবার অর্থাৎ আজ রাতে।
যদিও সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই ফাঁস বিজেতার নাম। শোনা যাচ্ছে, জিতেছেন মানসী ঘোষ। প্রথমবার বাংলায় এসেছে ইন্ডিয়ান আইডলের ট্রফি। দ্বিতীয় স্থানাধিকারীও বাংলা থেকে, আর তিনি হলেন খড়গপুরের ছেলে শুভজিৎ। ‘পানওয়ালা’ ফার্স্ট রানার আপ। আর তৃতীয় স্থানে রয়েছেন স্নেহা শঙ্কর। তবে আদৌ এই খবর সত্যি কি না, তা জানতে আজ রাত অবধি অপেক্ষা তো করতেই হবে।