ইরানে গিয়ে নিখোঁজ ৩ ভারতীয়। ব্যবসায়িক সূত্রে তিনজন ইরানে গিয়েছিলেন। তারপর থেকেই তাঁদের খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়টি নিশ্চিত করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এই অবস্থায় তিন ভারতীয়র সন্ধানের জন্য ইরানের কাছে সহায়তা চেয়েছে ভারত। নতুন দিল্লিতে ইরানের দূতাবাস এবং তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রকের কাছে এ বিষয়ে আবেদন করা হয়েছে।
শুক্রবার রণধীর জয়সওয়াল বলেছেন,তিন ভারতীয় নাগরিক যারা ব্যবসায়িক উদ্দেশ্যে ইরানে গিয়েছিলেন তারা নিখোঁজ রয়েছে। আমরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছি। আমরা দিল্লিতে ইরানের দূতাবাস এবং তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি।’ তিনি জানান, ভারতের বিদেশ মন্ত্রক ইরানের কাছে ভারতীয় নাগরিকদের খুঁজে বের করতে এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তার জন্য আবেদন করেছে।
অন্যদিকে, রাশিয়াতেও বেশ কয়েকজন ভারতীয় নিখোঁজ রয়েছেন। সেবিষয়ে জয়সওয়াল বলেছেন, ‘আমরা বলেছিলাম যে ১৮ জনের মধ্যে ১৬ জন নিখোঁজ রয়েছেন। আমরা তাদের সন্ধানের জন্য রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।’ উল্লেখ্য, গত ভারতীয় বিদেশ মন্ত্রক ১৭ জানুয়ারি জানিয়েছিল, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর জন্য কাজ করার সময় ১২ জন মতো ভারতীয় নাগরিক নিহত হয়েছিলেন। এছাড়াও আরও ১৬ জন নিখোঁজ রয়েছেন।
মোট ১২৬ জন ভারতীয় নাগরিকের রুশ সেনাবাহিনীতে চাকরি করার খবর পাওয়া গিয়েছে। যারা এখনও সেখানে আছেন তাদের শীঘ্রই মুক্তির দাবি জানানো হয়েছে। যার মধ্যে ৯৬ জন ভারতে ফিরে এসেছেন এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীর সঙ্গে চুক্তি বাতিল করেছেন। আরও ১৮ জন রাশিয়ার সেনাবাহিনীতে রয়েছেন। তাদের মধ্যে ১৬ জনের খোঁজ পাওয়া যায়নি।
রণধীর জয়সওয়াল বলেন, ‘যারা সেখানে রয়ে গেছেন তাদের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি।’ ১২ ভারতীয় নাগরিকের রাশিয়ার সেনাবাহিনীতে কাজ করার সময় মৃত্যু হয়েছে বলে তিনি জানান। উল্লেখযোগ্যভাবে, বেশ কয়েকটি ভারতীয় নাগরিককে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেওয়া হয়েছিল। গত বছর, সিবিআই বিদেশে লোভনীয় চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে ভারতীয় নাগরিকদের প্রতারণার একটি বড় চক্রের পর্দা ফাঁস করে। তারপরেই বিষয়টি সামনে আসে।