এবার মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত ক্যাথলিক ধর্মযাজক গুলি করে খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে কানসাসের সেনেকা শহরে। হায়দরাবাদের বাসিন্দা আরুল কারাসালা কানসাসের সেন্ট মেরির ইম্যাকুলেট কনসেপশন চার্চের ফাদার ছিলেন। এক বৃদ্ধ বন্দুকবাজ চার্চের মধ্যেই ওই ফাদারকে খুন করেন বলে অভিযোগ।
ফেসবুক পোস্টে কানসাস সিটির আর্চডায়োসিসের আর্চ বিশপ জোসেফ নওম্যান বলেছেন, ‘আজ সকালে গুলিবিদ্ধ হয়ে ফাদার আরুল কারাসালার মৃত্যুর মর্মান্তিক সংবাদটি শেয়ার করতে পেরে আমি অত্যন্ত দুঃখিত। এই অর্থহীন হিংসার ঘটনায় আমাদের একজন প্রিয় ধর্মগুরু, নেতা এবং বন্ধুকে হারানোর শোকস্তব্ধ করে তুলেছে।’ তিনি আরও বলেছেন, ‘ফাদার কারাসালা নেমাহা-মার্শাল অঞ্চলের ডিন হিসেবেও ২০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বস্ততার সঙ্গে আমাদের আর্চ ডায়োসিসের সেবা করেছেন। খ্রিস্টধর্ম এবং তাঁর চার্চের প্রতি ভালবাসা স্পষ্ট করেছিল যে তিনি কীভাবে তাঁর লোকেদের অত্যন্ত উদারতা এবং যত্নের সঙ্গে সেবা করে গিয়েছেন। অন্যদিকে, প্যারিশের ধর্মীয় শিক্ষা পরিচালক ক্রিস অ্যান্ডারসন বলেন, একজন বৃদ্ধ কারাসালার কাছে এসে ওই ভারতীয় বংশোদ্ভূত ক্যাথলিক ধর্মযাজককে পরপর তিনবার গুলি করেন।কিন্তু তিনি বন্দুকবাজ পরিচয় বা খুনের কারণ সম্পর্কে কিছু জানেন না।
এদিকে, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম কেএনবিসি নিউজের প্রতিবেদন অনুসারে, এই ঘটনায় ৬৬ বছর বয়সি গ্যারি এল. হার্মেশ নামে একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি ওকলাহোমার তুলসার বাসিন্দা। ফাদারের খুনের নেপথ্যে পুরনো কোনও শত্রুতা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তকে খুব শীঘ্রই জিজ্ঞাসাবাদ করা হবে।
সেন্টস পিটার অ্যান্ড পল ক্যাথলিক চার্চের ওয়েবসাইট অনুসারে, ফাদার আরুল কারাসালা ১৯৯৪ সালে ভারতে একজন ধর্মযাজক হিসেবে নিযুক্ত হন। ১১ জুলাই, ২০১১ সালে একটি চার্চের ধর্মযাজক হন। একজন আর্চ বিশপ তাকে আর্চডায়োসিসে গিয়ে সেবা করার আমন্ত্রণ জানান। এরপর তিনি ২০০৪ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাসে একজন ধর্মযাজক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এপির প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ২০১১ সালে মার্কিন নাগরিকত্ব পান। অন্যদিকে, কানসাসেএই ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। কয়েক মাস আগে আরও এক ভারতীয় এভাবে খুন হয়েছিলেন। উত্তর ক্যারোলিনায় একটি দোকানে ডাকাতির সময়ে গুলি করা হয় ৩৬ বছরের মৈনাক প্যাটেলকে। প্রায় একই ধাঁচে সম্প্রতি ভার্জিনিয়াতেও মৃত্যু হয় দু’জনের। যার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন প্রবাসী ভারতীয় সম্প্রদায়।