বৃহস্পতিবারই আইপিএলে দিল্লির বিপক্ষে হারের মুখ দেখতে হয়েছে আরসিবিকে। সেই ম্যাচে একটা সময় শুরুটা দুর্দান্ত করেছিল আরসিবি। তিন ওভারের মধ্যেই পেরিয়ে গেছিল ৫০ রানের গণ্ডি। কিন্তু এরই মধ্যে সমস্যা পাকিয়ে ফেলেন বিরাট কোহলি। তাঁর সঙ্গে ভুল বোঝাবুঝিতেই রান আউট হয়ে যান সল্ট আর তাতেই ম্যাচ হারের দিকে এগোয় আরসিবি।
এবার বিরাট কোহলির সঙ্গে ফিল সল্টের ভুল বোঝাবুঝিতে রান আউট হওয়া নিয়েই কোহলিকে ট্রোলিং করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আসলে তাঁদের সোশাল মিডিয়ায় মিস্টার নাগ বলে এক ব্যক্তি রয়েছেন, যিনি বেশ হাস্য কৌতুক ভাবেই খেলার বিভিন্ন সময়ের কথা বিশ্লেষণ করছিলেন, তখনই তিনি ট্রোন করেন কোহলিকে।
গান্ধীজির লবণ আন্দোলনের কথা মনে করিয়ে তিনি বলেন, যখনই বাপু নুন বা সল্ট নিয়ে আন্দোলন করেছেন, তখনই তিনি সাফল্য পেয়েছেন। এক্ষেত্রে মজা করে ভারতীয় দলে অক্ষর প্যাটেলকে তিনি টানেন,কারণ অক্ষরকেও অনেকে মজা করে বাপু নামেই ডাকে। আর এক্ষেত্রে সল্টের বিরুদ্ধেও তাঁর আউট হওয়ার সময় বোলিং করছিলেন সেই অক্ষর। আর তখনই বাইরে থেকে সল্টকে আউট করে বাপুকে স্বস্তি দেন কোহলি।
ম্যাচে আরসিবি হারের পর মিস্টান নাগ রোস্ট করেছেন ব্য়াটারদেরও। কারণ এবারের আইপিএলে এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে ব্যাটাররা ডট বল খেললেন একটি করে গাছ লাগানো হবে। মানে আইপিএল কর্তৃপক্ষই গাছ লাগাবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে আরসিবির ব্যাটারদের খেলা দেখার পর মিস্টার নাগও বায়না ধরেছেন, যেন তাঁর বাড়ির সামনেও অন্তত দুটি গাছ লাগানো হয়। মানে আরসিবি এত বেশি ডট বল খেলেছে সেই ম্যাচে, যে গোটা দেশে অনেক গাছ লাগানো হবে বলেই আশা রাখছেন তিনি।