দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় দলের সাপোর্ট স্টাফ, কোচিং স্টাফের মধ্যে যারা রয়েছেন তাঁদের অধিকাংশই গতবার কলকাতা নাইট রাইডার্সে কাজ করেছিলেন। সেবার কেকেআর দুরন্ত পারফরমেন্স দেখিয়ে আইপিএল চ্যাম্পিয়নও হয়। প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দারাবাদকে বারংবার হারিয়ে শিরোপা জয় করে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি।
নাইটদের স্টাফরা এখন ভারতের দায়িত্বে
এবারের অবশ্য সেই সাপোর্ট স্টাফের গ্রুপকে প্রায় খোলনলচে বদলে ফেলেছে কেকেআর। কারণ নাইট রাইডার্সের গতবারের মেন্টর গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচের পদে আসার সঙ্গে সঙ্গেই তিনি অভিষেক নায়ার, রায়ান টেন দুশখাতেদের জাতীয় দলে টেনে নিয়েছেন। ফলে গৌতির ফেলে যাওয়া আসেন ক্যারিবিয়ানদের তারকা ডোয়েন ব্র্যাভোকে নিয়ে আসে নাইট শিবির।
নাইট রাইডার্সে নারিনদের প্রাক্তনী
এবার আরও এক ক্যারিবিয়ান প্রাক্তনী যোগ দিলেন নাইট রাইডার্সে। সুনীল নারিন, আন্দ্রে রাসেলদের দলের সহকারী কোচ হিসেবে কাজ করতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার তথা টি২০ বিশ্বকাপজয়ী কোচ ওটিস গিবসন। তাঁকেই আগামী আইপিএলের জন্য সহকারী কোচ হিসেবে নিযুক্ত করার কথা সরকারিভাবে জানিয়ে দিল নাইট কর্তৃপক্ষ।
দেশের হয়ে খেলেছেন, কোচিং করিয়েছেন বিদেশে
১৯৯৫ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ব্রায়ান লারার সঙ্গেই ড্রেসিংরুম শেয়ার করতেন ওটিস গিবসন। পরবর্তীকালে তিনি ইংল্যান্ড দলের কোচিংয়ের দায়িত্ব নেন। তবে হেড কোচ নন, ২০০৭ থেকে ২০১০ এবং ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত দুই মেয়াদে তিনি ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। প্রসঙ্গত গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর এবারে আইপিএলের উদ্বোধনী ম্যাচে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২২ মার্চ।
২০১২ সালে প্রথমবার টি২০ বিশ্বকাপ জয়
এছাড়াও তাঁর কোচিং কেরিয়ারের সব থেকে ভালো ফল আসে ২০১২ সালে। যখন ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে শ্রীলঙ্কায় তিনি দেশকে প্রথম টি২০ শিরোপা এনে দেন। এরপর তিনি দঃ আফ্রিকা ক্রিকেট দলেরও কোচিং করিয়েছেন ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত। এছাড়াও গোটা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিভিন্ন দলের সঙ্গেই কখনও হেড কোচ, বোলিং কোচ, সহকারী কোচ হিসেবে কাজ করেছেন এই ক্যারিবিয়ান তারকা।