IPL 2025 MI vs KKR। টসটা হেরে ভালোই হয়েছে… কেন এমন বললেন অজিঙ্কা রাহানে?

Spread the love

৩১ মার্চ মুম্বইয়ের ওয়াখেড়েতে মুম্বই ইন্ডিয়ানস বিরুদ্ধে খেলতে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। এটা আইপিএল ২০২৫-এর দ্বাদশ ম্যাচ। এই ম্যাচে টস জিতে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া(Hardik Pandya) প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। যেখানে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব থাকা অজিঙ্কা রাহানে জানিয়েছেন এই টসটা হেরে ভালোই হয়েছে।

মুম্বই ইন্ডিয়ানস ও কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড পরিবর্তন

মুম্বই ইন্ডিয়ানস দলে বড় পরিবর্তন এনেছে। মুজিব উর রহমান, রোহিত শর্মা ও সত্যনারায়ণ রাজুর পরিবর্তে দলে যোগ দিয়েছেন উইল জ্যাকস, অশ্বিনী কুমার ও বিনেশ পুত্থুর। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স তাদের দলে একটিমাত্র পরিবর্তন এনেছে—মইন আলির পরিবর্তে দলে ফিরেছেন সুনীল নারিন।

টস হেরে কী বলেন অজিঙ্কা রাহানে?

কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে টস হেরে বলেন, ‘আমরাও প্রথমে বোলিং করতে চেয়েছিলাম। পিচ দেখে একটু বিভ্রান্ত ছিলাম, তবে মনে হচ্ছে টসটা হেরে ভালোই হয়েছে। আমাদের দলে এমন কিছু বোলার আছে যারা স্কোর ডিফেন্ড করতে পারবে।’

এরপরে তিনি বলেন, ‘পিচে ঘাস রয়েছে কিছুটা। কখনও কখনও উইকেট পড়া কঠিন হয়ে যায়। ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাতাস বইছে, ফলে শিশির পড়ার সম্ভাবনা কম। আমাদের বোলিং আক্রমণ ভালো আছে। আমরা শেষ ম্যাচেও ভালো খেলেছি। আমরা যত রানই করি, সেটা রক্ষা করার চেষ্টা করব।’

টস জিতে কী বলেন হার্দিক পান্ডিয়া?

মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া টস জিতে বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব। উইকেট দেখতে ভালো মনে হচ্ছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা হচ্ছে, শিশির পড়তে পারে বা নাও পড়তে পারে। তবে আমরা রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছি।’

এরপরে হার্দিক আরও বলেন, ‘প্রথম দিকে বল সুইং করতে পারে। বোলারদের জন্য কিছু সুবিধা থাকবেই। এটি একটি দীর্ঘ টুর্নামেন্ট। অবশ্যই আমরা ছন্দে ফিরতে চাই এবং ভালো শুরু করতে চাই। আমরা এই ম্যাচ নিয়ে উত্তেজিত। সঠিক কাজগুলো করতে পারলে আমরা ভালো ফলাফল পাব।’

মুম্বই ইন্ডিয়ানস বনাম কলকাতা নাইট রাইডার্স: একাদশ ও ইম্প্যাক্ট সাবস্টিটিউটস

কলকাতা নাইট রাইডার্স (KKR) একাদশ:

কুইন্টন ডি কক (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার (সহ-অধিনায়ক), অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, অংকৃষ রঘুবংশী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রামানদীপ সিং, স্পেন্সার জনসন, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।

ইম্প্যাক্ট সাবস্টিটিউটস:

লুভনীথ সিসোদিয়া, মণীশ পাণ্ডে, অনুকুল রায়, বৈভব অরোরা, এনরিখ নরকিয়া।

মুম্বই ইন্ডিয়ানস (MI) একাদশ:

রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, অশ্বিনী কুমার, বিনেশ পুত্থুর।

ইম্প্যাক্ট সাবস্টিটিউটস:

রোহিত শর্মা, রবিন মিনজ, রাজ অঙ্গদ বাওয়া, করবিন বোস, সত্যনারায়ণ রাজু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *