এই নিয়ে আইপিএল ২০২৫ মরশুমে চার ম্যাচ খেলে তিনটি ম্যাচই হেরে বসল মুম্বই ইন্ডিয়ান্স। যার ফলে তারা পয়েন্ট টেবলেও বড় ধাক্কা খেল। পতন হল মুম্বইয়ের। তারা ছয় থেকে সাতে নেমে গেল। এদিকে হার্দিক পান্ডিয়াদের হারিয়ে উপরে উঠল লখনউ সুপার জায়ান্টস। তারা সাত থেকে আবার ছয় নম্বরে জায়গা করে নিল। পয়েন্ট টেবলে আর কোনও দলের কোনও রকম পরিবর্তন হয়নি। ২টি দলই নিজেদের মধ্যে জায়গা বদলেছে।
তাই শীর্ষে রয়ে গিয়েছে পঞ্জাব কিংস। দুইয়ে দিল্লি ক্যাপিটালস। তিন, চার, পাঁচে যথাক্রমে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স এবং কলকাতা নাইট রাইডার্স। এদিকে চেন্নাই সুপার কিংস জায়গা পেয়েছে আটে। নয় এবং দশে রয়েছে যথাক্রমে রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএল ২০২৫-এর আপডেটেড পয়েন্ট টেবল:
১) পঞ্জাব কিংস- ২ ম্যাচে ২টিতে জয়, ৪ পয়েন্ট (নেট রানরেট +১.৪৮৫)
২) দিল্লি ক্যাপিটালস- ২ ম্যাচে ২টি জয়, ৪ পয়েন্ট, (নেট রানরেট +১.৩২০)
৩) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ৩ ম্যাচে ২টিতে জয়, ১টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট +১.১৪৯)
৪) গুজরাট টাইটান্স- ৩ ম্যাচে ২টি জয়, ১টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট +০.৮০৭)
৫) কলকাতা নাইট রাইডার্স- ৪ ম্যাচে ২টি জয়, ২টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট +০.০৭০)
৬) লখনউ সুপার জায়ান্টস- ৪ ম্যাচে ২টি জয়, ২টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট +০.০৪৮)
৭) মুম্বই ইন্ডিয়ান্স- ৪ ম্যাচে ১টি জয়, ৩টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট ০.১০৮)
৮) চেন্নাই সুপার কিংস- ৩ ম্যাচে ১টি জয়, ২টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট -০.৭৭১)
৯) রাজস্থান রয়্যালস- ৩ ম্যাচে ১টি জয়, ২টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট -১.১১২)
১০) সানরাইজার্স হায়দরাবাদ- ৪ ম্যাচে ১টি জয়, ৩টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট -১.৬১২)
ম্যাচের সংক্ষিপ্ত ফল:
লখনউ সুপার জায়ান্টস টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেটে ২০৩ রান করে। লখনউয়ের হয়ে সর্বোচ্চ রান করেন মিচেল মার্শ। ৩১ বলে ৬০ রান করেন তিনি। এছাড়া হাফসেঞ্চুরি হাঁকান এডেন মার্করামও। তাঁর সংগ্রহ ৩৮ বলে ৫৩ রান। আয়ুষ বাদোনি করেন ১৯ বলে ৩০ করেন, ডেভিড মিলার ১৪ বলে ২৭ করেন। মুম্বইয়ের হয়ে ৫ উইকেট নেন হার্দিক পান্ডিয়া।
সেই রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রান করে মুম্বই। ১২ রানে তারা ম্যাচটি হেরে যায়। এদিন সূর্যকুমার যাদবের হাফসেঞ্চুরি কাজে আসল না। ৪৩ বলে ৬৭ করেন স্কাই। এছাড়া ২৪ বলে ৪৬ করেন নমন ধীর। ২৩ বলে ২৫ করেন তিলক বর্মা। হার্দিক পান্ডিয়া শেষ পর্যন্ত ১৬ বলে ২৮ করে অপরাজিত থাকেন। তবে দলকে জেতাতে পারেননি।