IPL Prize Money Details। আইপিএল ২০২৫-এর চ্যাম্পিয়ন দল কত টাকা পুরস্কার পেতে পারে?

Spread the love

আইপিএল(Ipl) ২০২৫-শুরু হতে মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। যদিও বিসিসিআইয়ের(Bcci) তরফে এখনও টুর্নামেন্টের প্রাইজ মানি ঘোষণা করা হয়নি। এবছর উইমেন্স প্রিমিয়র লিগের আগেও টুর্নামেন্টের পুরস্কার মূল্য ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। শেষমেশ দেখা যায় যে, গত বছরের মতোই প্রাইজ মানি দেওয়া হয় এবারের ডব্লিউপিএলের চ্যাম্পিয়ন ও রানার্স দলকে। অর্থাৎ, নতুন করে বাড়ানো হয়নি ডব্লিউপিএলের প্রাইজ মানি।

সেই নিরিখে বিসিসিআই যদি এবছর আইপিএলের প্রাইজ মানি না বাড়ায়, তবে চ্যাম্পিয়ন ও রানর্স দল গত বছরের মতোই আর্থিক পুরস্কার হাতে পাবে। ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রেও আর্থিক পরিমাণ গত বছরের মতো একই থাকতে পারে।

আপাতত দেখে নেওয়া যাক, ভারতীয় বোর্ড যদি নতুন করে পুরস্কার মূল্য না বাড়ায়, তাহলে আইপিএল ২০২৫-এর চ্যাম্পিয়ন ও রানার্স দল কত টাকা করে হাতে পাবে। সেই সঙ্গে চোখ রাখা যাক প্রতি ম্যাচের সেরা, ফাইনালের সেরা ও টুর্নামেন্টের সেরা ক্রিকেটাররা কত টাকা করে আর্থিক পুরস্কার পাবে।

ইন্ডিয়ান প্রিমিয়র লিগের পুরস্কার মূল্যের তালিকা

১. চ্যাম্পিয়ন দল- ২০ কোটি টাকা।

২. রানার্স দল- ১২ কোটি ৫০ লক্ষ টাকা

৩. অরেঞ্জ ক্যাপ (সব থেকে বেশি রান)- ১০ লক্ষ টাকা।

৪. পার্পল ক্যাপ (সব থেকে বেশি উইকেট)- ১০ লক্ষ টাকা।

৫. টুর্নামেন্টের উঠতি ক্রিকেটার- ১০ লক্ষ টাকা।

৬. স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট- ১০ লক্ষ টাকা।

৭. ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট- ১০ লক্ষ টাকা।

৮. টুর্নামেন্টের সব থেকে বেশি ছক্কা- ১০ লক্ষ টাকা।

৯. টুর্নামেন্টের সব থেকে বেশি চার- ১০ লক্ষ টাকা।

১০. টুর্নামেন্টের সেরা ক্যাচ- ১০ লক্ষ টাকা।

১১. ফেয়ার প্লে অ্যাওয়ার্ড- ১০ লক্ষ টাকা।

১২. মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (টুর্নামেন্টের সেরা ক্রিকেটার)- ১০ লক্ষ টাকা।

১৩. সেরা মাঠ ও পিচ- ৫০ লক্ষ টাকা।

১৪. প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ- ৫ লক্ষ টাকা।

আইপিএলের প্রতি ম্যাচের পুরস্কার মূল্য

১. স্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ- ১ লক্ষ টাকা।

২.ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ- ১ লক্ষ টাকা।

৩. সব থেকে বেশি ছক্কা- ১ লক্ষ টাকা।

৪. সব থেকে বেশি চার- ১ লক্ষ টাকা।

৫. সব থেকে বেশি ডট বল- ১ লক্ষ টাকা।

৬. প্লেয়ার অফ দ্য ম্যাচ- ১ লক্ষ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *