ISL 2024-25 All Stats। সর্বাধিক গোল থেকে ক্লিন-শিট! সবেতেই এগিয়ে মোহনবাগান

Spread the love

লিগ পর্বের খেলা শেষ হয়েছে অনেক আগেই। দুই সেমিফাইনালের খেলার সাঙ্গ হয়েছে। নির্ধারিত হয়েছে দুই ফাইনালিস্ট। শনিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এবারের আইএসএলের খেতাবি লড়াইয়ে সম্মুখসমরে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি। ব্লকবাস্টার ফাইনালের আগে দেখে নিন আইএসএল ২০২৪-২৫ মরশুমের যাবতীয় দলগত পরিসখ্যান।

সব থেকে বেশি গোল করেছে কোন ৫টি দল

১. মোহনবাগান সুপার জায়ান্ট- ৫০টি গোল করেছে।

২. বেঙ্গালুরু এফসি- ৪৮টি গোল করেছে।

৩. নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি- ৪৬টি গোল করেছে।

৪. এফসি গোয়া- ৪৫টি গোল করেছে।

৫. ওড়িশা এফসি- ৪৪টি গোল করেছে।

সব থেকে বেশি ক্লিন-শিট রাখে কোন ৫টি দল

১. মোহনবাগান সুপার জায়ান্ট- ১৬টি ম্যাচে গোল খায়নি।

২. মুম্বই সিটি এফসি- ১০টি ম্যাচে গোল খায়নি।

৩. বেঙ্গালুরু এফসি- ১০টি ম্যাচে গোল খায়নি।

৪. নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি- ৮টি ম্যাচে গোল খায়নি।

৫. এফসি গোয়া- ৮টি ম্যাচে গোল খায়নি।

সব থেকে বেশি ম্যাচ জিতেছে কোন ৫টি দল

১. মোহনবাগান সুপার জায়ান্ট- ১৮টি ম্যাচ জিতেছে।

২. এফসি গোয়া- ১৫টি ম্যাচ জিতেছে।

৩. জামশেদপুর এফসি- ১৪টি ম্যাচ জিতেছে।

৪. বেঙ্গালুরু এফসি- ১৩টি ম্যাচ জিতেছে।

৫. নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি- ১০টি ম্যাচ জিতেছে।

সব থেকে বেশি ম্যাচ ড্র করেছে কোন ৫টি দল

১. ওড়িশা এফসি- ৯টি ম্যাচ ড্র করেছে।

২. মুম্বই সিটি এফসি- ৯টি ম্যাচ ড্র করেছে।

৩. নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি- ৮টি ম্যাচ ড্র করেছে।

৪. মহামেডান স্পোর্টিং ক্লাব- ৭টি ম্যাচ ড্র করেছে।

৫. চেন্নাইয়িন এফসি- ৬টি ম্যাচ ড্র করেছে।

সব থেকে বেশি ম্যাচ হেরেছে কোন ৫টি দল

১. মহামেডান স্পোর্টিং ক্লাব- ১৫টি ম্যাচ হেরেছে।

২. হায়দরাবাদ এফসি- ১৪টি ম্যাচ হেরেছে।

৩. ইস্টবেঙ্গল এফসি- ১২টি ম্যাচ হেরেছে।

৪. পঞ্জাব এফসি- ১২টি ম্যাচ হেরেছে।

৫. চেন্নাইয়িন এফসি- ১১টি ম্যাচ হেরেছে।

সব থেকে বেশি গোল খেয়েছে কোন ৫টি দল

১. হায়দরাবাদ এফসি- ৪৭টি গোল খেয়েছে।

২. জামশেদপুর এফসি- ৪৬টি গোল খেয়েছে।

৩. মহামেডান স্পোর্টিং ক্লাব- ৪৩টি গোল খেয়েছে।

৪. চেন্নাইয়িন এফসি- ৩৯টি গোল খেয়েছে।

৫. পঞ্জাব এফসি- ৩৮টি গোল খেয়েছে।

সব থেকে কম গোল খেয়েছে কোন ৫টি দল

১. মোহনবাগান সুপার জায়ান্ট- ১৮টি গোল খেয়েছে।

২. এফসি গোয়া- ৩০টি গোল খেয়েছে।

৩. নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি- ৩১টি গোল খেয়েছে।

৪. বেঙ্গালুরু এফসি- ৩৩টি গোল খেয়েছে।

৫. মুম্বই সিটি এফসি- ৩৩টি গোল খেয়েছে।

সব থেকে কম গোল করেছে কোন ৫টি দল

১. মহামেডান স্পোর্টিং ক্লাব- ১২টি গোল করেছে।

২. হায়দরাবাদ এফসি- ২২টি গোল করেছে।

৩. ইস্টবেঙ্গল এফসি- ২৭টি গোল করেছে।

৪. মুম্বই সিটি এফসি- ২৯টি গোল করেছে।

৫. কেরালা ব্লাস্টার্স এফসি- ৩৩টি গোল করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *