শনিবার সল্টলেক স্টেডিয়ামে আইএসএল কাপের ফাইনাল ম্যাচে Bengaluru FC-র বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান (MBSG)। সবুজ মেরুন শিবির জামশেদপুরের বিপক্ষে ৩-২ অ্যাগ্রিগেটের বিচারে জিতে ফাইনালে এসেছে। শেষ চারের দ্বিতীয় লেগের ম্যাচে মেরিনার্সদের টানা আক্রমণের জেরে শেষ মূহূর্তের গোলে ফাইনালের টিকিট হাতে পেয়েছে মোহনবাগান।
শেষ লগ্নে আপুইয়ার বিশ্বমানের গোলে মোহনবাগান টানা তৃতীয়বার কাপ জয়ের লক্ষ্যে ফাইনালে পৌঁছে গেছে। সাম্প্রতিক সময় দেখা গেছে, বারবারই শেষ মূহূর্তে মোহনবাগান গোল পাচ্ছে এবং জিতছে। গত বছরেও ওড়িশা এফসির বিপক্ষে প্রথম লেগে ১-২ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয় লেগে ২-০ গোলে ঘরের মাঠে জিতেছিল বাগান। সেখানেও শেষ লগ্নে সাহাল গোল করেছিলেন। সাম্প্রতিক সময় বারবারই দেখা গেছে এই প্রবণতা, যেখানে শেষ লগ্নে যখন দুই দলই অত্যন্ত স্নায়ুচাপে ভোগে, তখনই বাগানকে গোল করতে।
লাস্ট মিনিট গোলের পরিসংখ্যান
এখনও পর্যন্ত আইএসএলের ইতিহাসে ১১টা লাস্ট মিনিট গোল করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আর যদিও সেমিফাইনালের গোল দুটি ধরা যায়, তাহলে তো ২০২০-২১ সালের পর থেকে আইএসএলে সর্বোচ্চ ১৩টি শেষ লগ্নে গোল করেছে সবুজ মেরুন শিবির। এক্ষেত্রে জামশেদপুর এফসি ৯টি এবং বেঙ্গালুরু এফতি সাতটি শেষ মূহূর্তে গোল করে ম্যাচ জিতেছে।
মোলিনার দলের রক্ষণ খুব শক্তিশালী
মোলিনার দল এমনিতেই কম গোল খায়। এবারের আইএসএলে অন্যতম শক্তিশালী ডিফেন্স লাইন আপ এবং গোলরক্ষক বাগানের। তাই এর মধ্যে শেষ লগ্নে বাগানের গোল করার ক্ষমতা মোহনবাগানকে বাকি দলগুলোর থেকে অনেকটাই এগিয়ে রাখে। যার ফলে প্রতিপক্ষ দলও শেষ মূহূর্তে স্নায়ুচাপে ভুগতে থাকে। পরিসংখ্যান বলছে, ২ বছর আগে যখন আইএসএল কাপের ফাইনালে মোহনবাগান এই বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয়েছিল, তথনও ৮৫ মিনিটে দলকে সমতা ফিরিয়েছিলেন দিমিত্রি পেত্রাতোস, এরপর বাগান টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয়।
শেষ মূহূর্তে ভয়ঙ্কর মোহনবাগান
ওয়েস্ট ব্লক ব্লুজদের বিপক্ষে নামার আগে মোলিনার দলের সব থেকে বড় অস্ত্র, শেষ লগ্নে গোল পাওয়া এই মরশুমে ৮ পয়েন্ট সবুজ মেরুন শিবির অর্জন করেছে, এই লাস্ট মিনিট গোলের সুবাদে। হয়ত এই ৮ পয়েন্ট না পেলেও মোহনবাগানই শিল্ড জিতত, তবে সেটা হত হেড টু হেডে গোয়ার বিরুদ্ধে এগিয়ে থাকার সুবাদে। গত মরশুমেও গ্রুপ স্টেজে শেষ মূহূর্তেই দুই গোলেই মোহনবাগানের লিগ শিল্ড নিশ্চিত হয়েছিল। এই মরশুমেও ওড়িশা এফসির বিরুদ্ধে লিগ শিল্ড জয়ের ম্যাচে অন্তিমলগ্নেই মোহনবাগানকে গোল করে জেতান পেত্রাতোস।