দিল্লির এইমস-এ ভর্তি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়(Jagdeep Dhankar)। জানা গিয়েছে, রবিবার গভীর রাতে বুকে ব্যথা ও শারীরিক অস্বস্তি অনুভব করেন তিনি। তারপরই তাঁকে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, রাত ২ টো নাগাদ তাঁকে এইমসে ভর্তি করা হয়।
এইমসে চিকিৎসারত উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, ৭৩ বছর বয়সী জগদীপ ধনখড়কে দিল্লির এইমস ভর্তি করার পরই তাঁকে সিসিইউ-তে চিকিৎসাধীন রাখা হয়। সূত্রের খবর তাঁর শরীর অনচান করছিল। বুকে ব্যথাএ অনুভূত হয়।
তারপরই তাঁকে চিকিৎসক রাজীব নারাংএর চিকিৎসাধীন রাখা হয়। উল্লেখ্য, দিল্লি এইমসের কার্ডিওলজি বিভাগের প্রধান হলেন রাজীব নারাং। তাঁর চিকিৎসার আওতাতেই রয়েছেন জগদীপ ধনখড়। সূত্রের দাবি তাঁকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তিনি শারীরিকভাবে স্থিতিশীল। চিকিৎসকদের একটি টিম তাঁকে পর্যবেক্ষণ করছে। এদিকে, জগদীপ ধনখড়ের অসুস্থতার খবর পেতেই দিল্লির এইমস হাসপাতালে পৌঁছন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা। তিনি খোঁজ নেন উপরাষ্ট্রতির শারীরিক অবস্থার।