Jasprit Bumrah। চোটের হালহকিকত বুঝতে বেঙ্গালুরুতে বুমরাহ

Spread the love

রবিবার বিকেলে বেঙ্গালুরুতে পৌঁছেছেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। সেখানে তাঁর চোটের জায়গার স্ক্যান করা হবে। তারপর বোঝার চেষ্টা করা হবে এই মুহূর্তে কেমন রয়েছে বুমরাহের আঘাত। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মেডিক্যাল টিম জসপ্রীতের চোটের উপর ক্রমাগত নজর রেখে চলেছেন। সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে বুমরাহের সুস্থ হয়ে ওঠাটা খুবই গুরুত্বপূর্ণ। তবে তাঁকে টুর্নামেন্টে কতটা পাওয়া যাবে সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কয়েকদিন আগে এক রিপোর্ট থেকে জানা যাচ্ছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বুমরাহের নাম থাকলেও তাঁর খেলার বিষয়টা পুরোপুরি নির্ভর করছে চোটের উপর। সেই মতো বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে চোটের পরিস্থিতি খতিয়ে দেখা হবে।

সিডনিতে বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টে পিঠে খিঁচুনি ধরেছিল তাঁর। যেই কারণে মাঝপথে খেলা ফেলে হাসপাতালে দৌড়তে দেখা গিয়েছিল বুমরাহকে। দ্বিতীয় ইনিংসে বল হাতেও দেখা যায়নি তাঁকে। বুমরাহকে সম্পূর্ণ বেড রেস্টে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল চিকিৎসকদের তরফে। এবং ঠিক করা হয়েছিল জসপ্রীতের ভবিষ্যত নির্ধারণ করা হবে তাঁর পিঠের ফোলাভাব কমে যাওয়ার পর। সেই মতো বর্তমানে NCA-তে তিন-চার দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন বুমরাহ। এরপর মেডিক্যাল টিম রিপোর্ট পাঠাবে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির কাছে।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই বিসিসিআই-এর তরফে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহের বিকল্প কে হবেন সেই পরিকল্পনা নিয়ে রাখা হয়েছে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য জসপ্রীতের নাম ঘোষণা করেছিল বোর্ড। তবে পরিবর্তিত পরিস্থিতিতে বিকল্পের কথা ভাবতে বাধ্য হচ্ছে তারা। ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে বুমরাহের জায়গায় দলে জায়গা পেয়েছেন হর্ষিত রানা। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রদবদল করতে পারবে বিসিসিআই। সেই জন্য আগামী কয়েকদিন খুবই গুরুত্বপূর্ণ বোর্ডের কাছে। সেখানেই স্পষ্ট হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহ খেলতে পারবেন কি পারবেন না।

ইতিমধ্যেই রোহিতরা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে নাগপুরে অনুশীলন সারছেন তাঁরা। সম্ভবত ১৫ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য দুবাইয়ে রওনা দেবে ভারতীয় দল। ভারতের প্রথম ম্যাচটি রয়েছে ২০ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারত সে দেশে খেলতে যাবে না বলে জানায়। তাই তাদের ম্যাচগুলি দুবাইয়ে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *