JD Vance to visit India। স্ত্রী ঊষাকে নিয়ে ভারতে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

Spread the love

মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কের খাঁড়া ঝুলছে ভারতের ওপরে। এরই মাঝে ভারতে আসতে চলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এমনটাই দাবি করল মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো। তাঁর সঙ্গে আসবেন ভারতীয় বংশোদ্ভূত সেকেন্ড লেডি ঊষা ভান্স। শুল্ক নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে, তা ভান্সের সফরকালে মিটতে পারে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, এর আগে মোদী মার্কিন সফরে গিয়েছিলেন কয়েকদিন আগেই। মোদীর সঙ্গে বৈঠকে বসার আগেই পালটা শুল্ক চাপানোর ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে বারংবার ভারতের শুল্ক নীতির সমালোচনা করতে শোনা গিয়েছে তাঁকে। এদিকে মার্কিন-ভারত বাণিজ্য নিয়ে কথা বলতে এবং শুল্ক জট কাটাতে সম্প্রতি মার্কিন সফরে গিয়েছিলেন ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলও। এই আবহে এবার জেডি ভান্সের ভারত সফর বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে এটাই ভান্সের দ্বিতীয় বিদেশ সফর হবে।

এর আগে ফ্রান্সে এআই সম্মেলনের ফাঁকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে একবার কথা হয়েছিল নরেন্দ্র মোদীর। পরে ফ্রান্সে জেডি ভান্স এবং ঊষা ভান্সের ছেলে বিবেকের জন্মদিনেও সময় কাটান মোদী। সেই পার্টি নিয়ে তখন সোশ্যাল মিডিয়ায় মোদী লিখেছিলেন, ‘যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ দুর্দান্ত ছিল। আমাদের নানান বিষয়ে বেশ ভালো আলোচনা হয়েছে। তাঁদের ছেলে বিবেকের শুভ জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি খুশি হয়েছি।’ এদিকে মোদীর এই সোশ্যাল মিডিয়া পোস্টের জবাবে জেডি ভান্স ভারতীয় প্রধানমন্ত্রীকে ‘অমায়িক’ আখ্যা দিয়েছিলেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট নিজের সোশ্যাল পোস্টে লিখেছিলেন, ‘প্রধানমন্ত্রী মোদী অমায়িক ও দয়ালু। তাঁর দেওয়া উপহারগুলো আমাদের সন্তানদের বেশ পছন্দ হয়েছে। তাঁর সঙ্গে চমৎকার আলোচনাও হয়েছে বিভিন্ন ইস্যুতে। এর জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’

উল্লেখ্য, মার্কিন সফরের আগে এআই অ্যাকশন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে গিয়েছিলেন মোদী। মার্কিন মুলুকে পা রাখার আগেই ফ্রান্সের মাটিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মোদী। প্যারিসে বিশ্বনেতাদের নৈশভোজের ফাঁকে প্রথমবার ভান্সের সঙ্গে দেখা হয়েছিল মোদীর। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছিল, জেডি ভান্সের সঙ্গে করমর্দন করছেন মোদী। মার্কিন নির্বাচনে রিপালিকানদের জয়ের জন্যে ভান্সকে অভিনন্দন জানাচ্ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী। আর এরপর ভান্সের ছেলের জন্মদিনের পার্টিতে যোগ দেন মোদী। তবে ফ্রান্সে মোদীর সঙ্গে ভান্সের সেই সাক্ষাৎ অনানুষ্ঠানিক ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *