৫৪ বছর বয়সে এসে বাবা হয়েছেন তৃণমূল সাংসদ, অভিনেতা কাঞ্চন মল্লিক(Kanchan Mallick)। কৃষ্ণের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রেখেছেন কৃষভি। আপাতত কন্যা সন্তানকে নিয়ে সুখের সংসার কাঞ্চন-শ্রীময়ী। তবে কাঞ্চন কন্যাকে নিয়ে গত ৫ মাস ধরে নানান কথা শোনা গেলেও এখনও দেখা মেলেনি তাঁর। তবে অনেকেই ছোট্ট কৃষভিকে দেখতে আগ্রহী বৈকি!
এতদিন শ্রীময়ী চট্টরাজের সোশ্যাল মিডিয়ায় কৃষভির একাধিক ছবি দেখা গেলেও, কাঞ্চন কন্যার মুখ দেখার এখনও সৌভাগ্য হয়নি নেটিজেনদের। কায়দা করে ইমোজি দিয়ে মেয়ের মুখ ঢেকেই ছবি পোস্ট করতেন অভিনেত্রী। তবে অবশেষে দেখা মিলল ছোট্ট কৃষভির। মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মা শ্রীময়ী নিজেই। তবে এই গল্পে একটা টুইস্ট আছে।
ব্যাপারটা কী?
আপাতত জিবলি জ্বরে কাঁপছে গোটা দেশ। সকলেই কায়দা করে জিবলি আর্টে ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। তবে এই আর্টের একটি বিশেষ সুবিধা রয়েছে। এই আর্টের সাহায্যে কারোর ছবি পোস্ট করলে, মুখ দেখা গেলেও তাঁকে আগে থেকে না চিনলে স্পষ্ট করে চিনে নেওয়ারও উপায় নেই। তাই সহজেই অনেকে গোপন প্রেমিক-প্রেমিকার সঙ্গে জিবলি আর্টে দিব্যি তাঁদের ছবি পোস্ট করছেন। ঠিক যেমনটি অতি সম্প্রতি করেছেন টেলি অভিনেত্রী জেসমিন রায়।
আর এবার একই পথের পথিক হলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। ১ এপ্রিল স্বামী কাঞ্চন ও মেয়ে কৃষভি সঙ্গে শ্রীময়ী ছবি পোস্ট করেছেন ঠিকই তবে এই ছবি দেখে আসল কৃষভিকে চিনে নেওয়ার উপায় নেই। নেটিজেনদের তাই মুচকি হেসে বলছেন আপনি তো আমাদের ‘এপ্রিল ফুল’ করলেন। নিজের এই পোস্ট বর কাঞ্চন ও মেয়ে কৃষভিকে তাঁর ‘সন্টা-পন্টা’ বলে তকমা দিয়েছেন শ্রীময়ী।
প্রসঙ্গত ২০২৪-এর দীপাবলিতে উৎসবের মরশুমে মা হওয়ার সুখবর শুনিয়েছিলেন কাঞ্চনপত্নী। যদিও শুরুতেই এখবর বেমালুম চেপে গিয়েছিলেন তাঁরা। যদিও তারকা দম্পতির বাড়িতে হওয়া দীপাবলির ছবি দেখে অনেকেই আন্দাজ করছিলেন বিষয়টা। আপ তারপরই আসে সুখবর।
টলিপাড়ার এই চর্চিত দম্পতি তাঁদের আদরের মেয়ের নাম রাখেন কৃষভি। কৃষভি শব্দের অর্থ হল কালো (কৃষ্ণের গায়ের রং), দয়ালু, পবিত্র, শুভ এবং বন্ধুত্বপূর্ণ। কাঞ্চন এবং শ্রীময়ী দুজনেই কৃষ্ণ ভক্ত। তাই পরিকল্পনা মাফিকই মেয়ের নাম রেখেছেন জানিয়েছিলেন তাঁরা।