Kangana’s attack on Rohit। রোহিতকে ‘ধোবি কা কুত্তা’ বলেন বিজেপি সাংসদ কঙ্গনা

Spread the love

তুমুল সমালোচনার মুখে ‘ডিফেন্ড’ করছিলেন। তবে এবার রোহিত শর্মার মতোই ‘অ্যাটাকিং’ হয়ে গেলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য-সহ বিজেপি নেতারা যখন তাঁকে আক্রমণ শানাচ্ছেন, তখন ভারতীয় অধিনায়ক রোহিতকে নিয়ে পদ্ম শিবিরের সাংসদ কঙ্গনা রানাওয়াতের পুরনো টুইট ঘেঁটে বের করে পালটা খোঁচা দিলেন কংগ্রেস নেত্রী। যে টুইটে রোহিত-সহ কৃষক আন্দোলন নিয়ে মুখ খোলা ক্রিকেটারদের ‘ধোবি কা কুত্তা’ বলে উল্লেখ করেছিলেন বিজেপি সাংসদ কঙ্গনা (তখন অবশ্য বিজেপির সাংসদ ছিলেন না)। যে টুইট পরবর্তীতে বিধিভঙ্গের অভিযোগে মুছেও দেয় টুইটার (বর্তমানের এক্স)।

শামা কঙ্গনার যে মন্তব্যের কথা বলেছেন, তা ২০২১ সালে কৃষক আন্দোলনের আবহে করা হয়েছিল। সেইসময় রোহিত বলেছিলেন, ‘যখনই আমরা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছি, তখনই ভারত শক্তিশালী হয়েছে। সমাধানসূত্র বের করাই হল এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশের কল্যাণের ক্ষেত্রে কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং আমি নিশ্চিত যে ঐক্যবদ্ধভাবে সমাধানসূত্র বের করার ক্ষেত্রে প্রত্যেকে নিজেদের ভূমিকা পালন করবেন।’

আর রোহিতের সেই মন্তব্যের রিটুইট করে কদর্য ভাষায় ভারতীয় তারকাকে আক্রমণ শানিয়েছিলেন কঙ্গনা। তিনি বলেছিলেন, ‘কেন এই সব ক্রিকেটারদের ধোবি কা কুত্তা, না ঘরকা না ঘাটকার মতো শোনাচ্ছে? কৃষকরা কেন এই আইনগুলির (তিনটি নয়া কৃষি বিল, যা পরবর্তীতে প্রত্যাহার করেছিল নরেন্দ্র মোদী সরকার) বিরোধিতা করছেন? যা তাঁদের কল্যাণের জন্য বৈপ্লবিক। যারা ঝামেলা পাকাচ্ছে, তারা জঙ্গি। সেটা বলুন না। এত ভয় পাচ্ছেন কেন?’

স্ক্রিনশট নিয়ে বিজেপিকে খোঁচা কংগ্রেস নেত্রীর

যদিও সেই টুইট এখন আর নেই। কারণ টুইটার কর্তৃপক্ষ (অধুনা এক্স) সেটি মুছে দিয়েছে। স্ক্রিনশট অবশ্য রয়ে গিয়েছে। আর সেই স্ক্রিনশট দেখিয়ে কংগ্রেসের জাতীয় মুখপাত্র বলেন, ‘কঙ্গনা রানাওয়াতকে নিয়ে কী বলার আছে (কেন্দ্রীয় ক্রীড়মন্ত্রীর) মনসুখ মাণ্ডব্য? স্রেফ জিজ্ঞাসা করছি।’

আর মাণ্ডব্যকে শামা সেই প্রশ্ন করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর মন্তব্যের পরে। রোহিতকে ‘মোটা’, ‘মাঝারি মানের খেলোয়াড়’ এবং ভারতের জঘন্যতম অধিনায়ক বলায় শামা যে রোষের মুখে পড়েন, তারই প্রেক্ষিতে মাণ্ডব্য বলেন, ‘ক্রীড়াবিদদের নিয়ে মাথা ঘামানোর দরকার নেই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের। কারণ তাঁরা নিজেদের পেশাদার কেরিয়ার সামলাতে পারেন। এই সব দলের নেতাদের যে মন্তব্য করেছেন, তা স্রেফ চূড়ান্ত লজ্জার নয়, জঘন্যও বটে। তাঁরা একজন অ্যাথলিটের বডিশেমিং করেছেন। দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন তুলেছেন।’

রোহিতকে ‘মোটা’ বলা নিয়ে সাফাই শামার

তারইমধ্যে রোহিতকে নিয়ে করা সেই টুইট মুছে দেন শামা। যিনি দাবি করেন, ‘একজন ক্রীড়াবিদের ফিটনেস নিয়ে খুবই সাধারণ টুইট ছিল। এটা কোনওভাবেই বডিশেমিং নয়। আমি সবসময় বিশ্বাস করে এসেছি যে ক্রীড়াবিদদের ফিট থাকা উচিত। আমার মনে হয়েছিল, ওর (রোহিত) ওজন কিছুটা বেশি। আমি স্রেফ সেটা টুইট করেছিলাম। আর পূর্ববর্তী (ভারতীয়) অধিনায়কদের নিয়ে আমি স্রেফ একটা মন্তব্য করেছিলাম। আমার সেই অধিকার আছে। নিজের মতপ্রকাশ করায় কি ভুল আছে? এটা গণতন্ত্র।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *