Kashmir Election 2024। ভূস্বর্গের ভোটে কংগ্রেসের জোট-সঙ্গী ন্যাশনাল কনফারেন্স

Spread the love

রণদামামা বেজে গিয়েছে জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোটের। ইতিমধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে কমিশন। এবার রাজনৈতি রণাঙ্গনে তোড়জোড় ভোট ঘিরে কৌশল তৈরি নিয়ে। কাশ্মীরের ভোটে এবার স্থানীয়দল ন্যাশনাল কনফারেন্সকে জোটসঙ্গী করে লড়াইতে নামছে কংগ্রেস। এই সেই সমীকরণে শিলমোহর লাগিয়েছে দুই দল। এবার শুরু আসন সমঝোতা নিয়ে আলোচনা।

কাশ্মীরে এদিন ফারুক আবদুল্লাহ জানিয়েছেন যে, তাঁর দল ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে কংগ্রেস জোটবদ্ধ হচ্ছে। ফারুক আবদুল্লাহ জানিয়েছেন ৯০ আসনের জন্য এই জোট তৈরি হচ্ছে। প্রসঙ্গত, লোকসভা ভোটে ইতিবাচক ফলের যে ধারা কংগ্রেস পেয়েছে, তার রেশকে ভূস্বর্গের ভোটেও ধরে রাখার চেষ্টায় রাহুলরা। এদিকে, ভূস্বর্গে ৩৭০ ধারা অবলুপ্তির পর এই প্রথম ভোট। গত কয়েক মাসে উপত্যকায় বেড়ে চলা সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে এই ভোট বেশ তাৎপর্যপূর্ণ কাশ্মীরের রাজনৈতিক মানচিত্রে। জম্মু ও কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে এদিন রাহুল গান্ধী এক প্রেস কনফারেন্সে বলেন,’ আমরা আশা করছিলাম যে এটা নির্বাচনের আগেই হয়ে যাবে, তবে নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। আমরা আশা করছি রাজ্যের তকমা ফের ফিরে আসবে, এবং জম্মু ও কাশ্মীরের মানুষের অধিকার ও গণতান্ত্রিক অধিকারও ফের ফিরে আসবে। স্বাধীনতার পর এই প্রথম এই এলাকা কেন্দ্রশাসিত অঞ্চল হল। এর আগে তা কখনও হয়নি।’রাহুল বলেন, ‘এর আগে, কেন্দ্রশাসিত অঞ্চল রাজ্য হয়েছে, তবে রাজ্য কখনও কেন্দ্রশাসিত অঞ্চল হয়নি। ফলে আমরা আমাদের জাতীয় ইস্তেহারে স্পষ্ট করেছি যে, জম্মু ও কাশ্মীর, লাদাখে গণতন্ত্র ফিরে আসা আমাদের আগ্রাধিকার।’

উল্লেখ্য, ইন্ডি জোটে ইতিমধ্যেই রয়েছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস। ইন্ডি জোটের সেই দুই শরিকই এবার কাশ্মীরের ভোটে লড়তে চলেছে একযোগে। কাশ্মীরে ভোট সমীকরণ নিয়ে বৈঠক করতে ইতিমধ্যেই ভূস্বর্গে পৌঁছেছেন রাহুল গান্ধী। তিনি রাজবাগের ব়্যাডিসন হোটেলে রয়েছেন। সেখানে কাশ্মীরের বহু প্রান্তের কংগ্রেস কর্মীদের সঙ্গে বৈঠকে রয়েছেন তিনি। এদিকে, সূত্রের খবর, কাশ্মীরে ১২ আসনে লড়তে চাইছে কংগ্রেস। আর ১২ আসন জম্মুতে এনসিকে দিতে চাইছে দল। আপাতত আসন বণ্টন নিয়ে জোর চর্চা দুই শিবিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *