কাঠুয়ায় ৩ জঙ্গির খোঁজে জোরদার তল্লাশিতে নেমেছে নিরাপত্তা বাহিনী। সোমবার সকাল থেকেই সেখানে জোরদার তল্লাশি অভিযান চলছে। এদিকে, রবিবার সন্ধ্যা নামতেই জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার জুঠানা এলাকায় রুই গ্রামে এক হাড়হিম করা ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, গ্রামে এক বাড়িতে জোর করে ঢুকে বাড়ি থেকে খাবার নিয়ে চম্পট দিয়েছে ৩ জঙ্গি। আর তাদেরই খোঁজে নেমেছে সেনা।
রুই গ্রামের ওই বাড়িতে ঘটনার সময় একা ছিলেন এক মহিলা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মহিলা বলছেন,’ প্রায় সন্ধ্যা ৭ টা নাগাদ কালো পোশাকে ওই ৩ জন এসেছিল আমাদের বাড়িতে, পিঠে ব্যাগ ছিল, আর হাতে বন্দুক। ওরা জল আর খাবার চাইছিল।’ এরই সঙ্গে তিনি বলেন,’ ২ জন বারান্দায় ছিল, একজন জল চেয়েছিল, আরেকজন রান্নাঘরে ঢুকে পড়ে।’ সেই পরিস্থিতিতে কী করেছিলেন ওই মহিলা? তিনি বলছেন,’ আমি জল দিয়েছিলাম, তবে খাবার দিতে চাইনি। তারা জোর করে রান্নাঘর থেকে দুই থেকে তিনটে রুটি আর তরকারি নিয়ে যায়।’ একইসঙ্গে মহিলা বলেন,’ তারা আমাকে দুটো ৫০০ টাকার নোট দেওয়ার চেষ্টা করছিল। আমি নিইনি।’ আর কী ছিল জঙ্গিদের গতিবিধিতে? মহিলা জানিয়েছেন,’ওরা আর কাউকে একটা খোঁজার চেষ্টা করছিল?’ এদিকে, বাড়িতে ৩ জঙ্গি ঢুকেছে দেখেই বাড়ির মালিক শঙ্কর লাল সিং পালিয়ে যান। তাঁর আত্মীয় বীরেন্দ্র সিং বলেন, জঙ্গিরা জলপথে এসেছিল, তারা কংক্রিটের রাস্তা এড়িয়ে যাচ্ছে। আর সম্ভবত সেই জলপথেই তারা চলে গিয়ে জঙ্গলের দিকে যায়। বীরেন্দ্র বলছেন,’মনে হচ্ছে, তিন জন জঙ্গির একজন আহত ছিল। তাদের গাইডের সঙ্গে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে মনে হচ্ছিল।’ আরও একটি রিপোর্টে দাবি করা হচ্ছে, জঙ্গিরা গ্রামে ঢুকে এক ১৩ বছরের বালককে নিয়ে পালায়। তবে সে জঙ্গলের পথ ধরে পালাতে সক্ষম হয়।
ঘটনার পর থেকেই গোটা এলাকা জুড়ে নিরাপত্তা বাহিনীর তুমুল তল্লাশি অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যেই কাঠুয়াতে সেনা-জঙ্গি গুলির লড়াই বেশ কয়েকদিন ধরে চলছে। সোমবার সকাল থেকে ওই এলাকায় তল্লাশির পরিসর বাড়ানো হয়েছে। এর আগে, শুক্রবার বিকেলে কাঠুয়ায় এনকাউন্টার হয়। শহিদ হন নিরাপত্তা বাহিনীর একাধিক সদস্য।