মুক্তি পেল অক্ষয় কুমার অভিনীত ছবি কেশরী ২। জাট, সিকান্দর ছবি দুটো বক্স অফিসে বর্তমানে বেশ ভালোই দাপট দেখাচ্ছে। আর তার মাঝেই এদিন ঢিমে তালে সফর শুরু করল অক্ষয়ের ছবি। প্রথম দিন বক্স অফিসে কত আয় করল কেশরী ২?বক্স অফিসে প্রথম দিন কত আয় করল কেশরী ২?
বক্স অফিসের যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেখানে থেকে জানা যাচ্ছে কেশরী চ্যাপ্টার ২ প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বক্স অফিসে মুক্তি পেতেই প্রথম দিন বক্স অফিসে ৭ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে। শুক্রবার বক্স অফিসে ১৭.৪০ শতাংশ অকুপেন্সি ছিল এই ছবির হিন্দু ভার্সনে। সকালের শোয়ের ক্ষেত্রে ১২.৬৭ শতাংশ অকুপেন্সি ছিল। দুপুর এবং রাতের শোতে তুলনামূলক বেশি ভিড় হয়েছিল। সেই সময়ের শোগুলোতে ১৯.৭৬ শতাংশ অকুপেন্সি ছিল।
এখান থেকেই স্পষ্ট কেশরী ২ অর্থাৎ কেশরী চ্যাপ্টার ২ ছবিটি অক্ষয় কুমারের আগের ছবি স্কাই ফোর্সের মতো ভালো ওপেনিং পায়নি। বরং তার থেকে বেশ অনেকটা কম অঙ্ক দিয়েই খাতা খুলল। চলতি বছরের জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল স্কাই ফোর্স ছবিটি। সেই সময় এটি বক্স অফিসে ১২ কোটি ২৫ লাখ টাকার ব্যবসা করেছিল প্রথম দিন যা কেশরী ২ এর প্রথম দিনের আয়ের তুলনায় অনেকটাই বেশি।
কেশরী চ্যাপ্টার ২ ছবিটি প্রসঙ্গে
কেশরী চ্যাপ্টার ২ ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন অক্ষয় কুমার, আর মাধবন, অনন্যা পান্ডে। এটি চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি। কেশরী ২ ছবিটিতে উঠে এসেছে ১৯১৯ সালে ঘটে যাওয়া জালিওয়ানওয়ালা বাগ হত্যা কাণ্ডের অজানা ঘটনার কথা। মুক্তি পাওয়ার পর এই ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের থেকে।