Khadaan 20 Cr at BO। বহুরূপীকে পিছনে ফেলে ২০ কোটির ক্লাবে দেবের ‘খাদান’

Spread the love

তাঁর সঙ্গে চ্যালেঞ্জ নেওয়াটা বেশ কঠিন! এক কথায় না-মুমকিন। কারণ তিনি একাই একশো। কথা হচ্ছে টলিউডের সুপারস্টার দেবের। বক্স অফিসের রেকর্ড ভাঙা-গড়ায় তাঁর জুড়ি মেলা ভার। 

বাংলার বক্স অফিসে প্রথম দিন থেকেই ঝড় তুলেছে এই ছবি। বক্স অফিসে এখনও ৫০ দিনের গণ্ডি পার করেনি এই ছবি, তার আগেই ২০ কোটির ম্যাজিক ফিগার ছুঁল খাদান। এই মামলায় বহুরূপীর চেয়েও এগিয়ে গেল দেবের ছবি। 

৬৮ তম দিনে বহুরূপী পার করেছিল ১৭.২৫ কোটির গণ্ডি, তাই খাদান অনেক দ্রুত সেই অঙ্ক পার করে ফেলেছে। বক্স অফিসে ইতিমধ্যেই ১০০ দিন ছুঁয়েছে বহুরূপী। প্রযোজনা সংস্থার তরফে ছবির বর্তমান আয় প্রকাশ্যে না আনা হলেও, এই ছবির লাইফটাইম কালেকশন ২০ কোটির আশেপাশেই থাকবে। প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের তরফে এদিন জানানো হয়, প্রথম অ্যাকশন জঁর বাংলা ছবি হিসাবে ২০ কোটির গণ্ডি পার করেছে খাদান। 

গত ২০শে ডিসেম্বর মুক্তি পেয়েছিল খাদান। বক্স অফিসে এই ছবি খাতা খোলে ৮৪ লাখ দিয়ে। দ্বিতীয়দিনেই কোটির গণ্ডি ছুঁয়েছিল দেবের ছবি। পরিচালক সুজিত রিনো দত্তর এই ছবিতে দেবের পাশাপাশি লিড চরিত্রে দেখা মিলেছে যিশু সেনগুপ্তর(Jisshu Sengupta)।

ছবিতে ডবল রোলে (বাবা ও ছেলে) অভিনয় করেছেন দেব। দেবের দুই নায়িকা বরখা বিশত ও ইধিকা। দেব-ইধিকা জুটি বিশেষ ছাপ ফেলেছে দর্শক মনে। ছবির কিশোরী গান তো ভাইরাল। ইউটিউবে গানের ভিউ ১০০ মিলিয়ন ছাড়িয়েছে। 

বড়দিন উপলক্ষে টলিউডে চার-চারটি ছবি মুক্তি পেয়েছিল। অন্যদের শুরু থেকেই পিছনে ফেলে দুর্বার গতিতে এগিয়েছে খাদান(Khadaan)। দেবের কেরিয়ারের তিন নম্বর ছবি হিসাবে ২০ কোটির গণ্ডি পার করল খাদান।

দেবের ছবি চাঁদের পাহাড় ছিল টলিউডের(Tollywood) প্রথম ছবি যা ২০ কোটির কামাই করে বক্স অফিসে। পরে সেই রেকর্ড ভাঙে দেবেরই অপর ছবি আমাজন অভিযান। টলিউডের সবচেয়ে বড় ব্যবসা সফল ছবি আমাজন অভিযান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *