Khalistani Terrorist Arrested in USA। ১৪টি জঙ্গি হামলায় অভিযুক্ত খলিস্তানি গ্রেফতার আমেরিকায়

Spread the love

পঞ্জাবে একাধিক গ্রেনেড হামলা চালানো খালিস্তানি জঙ্গি তথা এনআইএ-র মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা হ্যাপি পাসিয়াকে আমেরিকায় গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট তাকে গ্রেফতার করে বলে জানা গিয়েছে রিপোর্টে। মার্কিন যুক্তরাষ্ট্রে তার গ্রেফতারির পরে ভারত এখন হ্যাপির প্রত্যর্পণের সম্ভাবনা খতিয়ে দেখছে। কেন্দ্রীয় এজেন্সিগুলি এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। তাকে ধরিয়ে দিলে ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ। বিগত দিনে পঞ্জাবের পুলিশ স্টেশনগুলিতে বেশ কয়েকটি গ্রেনেড হামলার অভিযোগ রয়েছে এই হ্যাপির বিরুদ্ধে। এই সব মামলায় মোস্ট ওয়ান্টেড ছিল এই খলিস্তানি জঙ্গি। থানায় হামলার পর পাসিয়া প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সব হামলার দায় স্বীকারও করেছিল।

রিপোর্ট অনুযায়ী, পঞ্জাবে ১৪টিরও বেশি গ্রেনেড হামলায় জড়িত হ্যাপি পাসিয়া। সে পঞ্জাবের তরুণদের অর্থের লোভ দেখিয়ে সন্ত্রাসবাদী হামলায় ব্যবহার করত এবং পুলিশের উপর হামলা চালাত। চণ্ডীগড়ের সেক্টর ১০-এ গ্রেনেড হামলা এবং জলন্ধরে বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়ার বাড়িতে বিস্ফোরণের দায় স্বীকার করেছিল সে। জাতীয় তদন্তকারী সংস্থা তাকে ঘোষিত অপরাধী তকমা দিয়েছে ইতিমধ্যেই।

পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এবং বব্বর খালসা ইন্টারন্যাশনাল জঙ্গি রিন্ডার সঙ্গে হাত মিলিয়ে পঞ্জাবে বহু সন্ত্রাসবাদী ঘটনা ঘটিয়েছে এই হ্যাপি। তার বিরুদ্ধে সব মিলিয়ে মোট ১৭টি ফৌজদারি মামলা রয়েছে ভারতে। হ্যাপি পাসিয়া ছাড়াও পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ রাখা জঙ্গি জীবন ফৌজির ভূমিকাও উঠে এসেছে এই সব পুলিশ স্টেশন বোমা হামলার ঘটনাগুলির ক্ষেত্রে।

হ্যাপির আদতে অমৃতসর জেলার রামদাস থানার অন্তর্গত পাসিয়া গ্রামের বাসিন্দা। ২০২১ সালে যুক্তরাজ্যে বসবাসরত তার অপরাধী সহযোগীদের সঙ্গে দেখা করতে গিয়েছিল এই হ্যাপি। যেখানে সে বেশ কয়েক মাস কাটিয়েছিল। এরপর মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ডাঙ্কি রুট দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল হ্যাপি। সেখানে সে বব্বর খালসায় যোগ দেয় এবং ভারতে, বিশেষত পঞ্জাবে সন্ত্রাসী হামলা চালাতে শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *