Kidderpore celebrating India’s victory। ভারত জিততেই জাতীয় পতাকা নিয়ে খিদিরপুরে উৎসব

Spread the love

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিততেই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ উৎসবে মেতে উঠেছেন। অনেকটা রাত হলেও রাস্তায় নেমে পড়েন অসংখ্য মানুষ। হাতে জাতীয় পতাকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। কেউ চিৎকার করতে থাকেন। কেউ বাজি পোড়াতে শুরু করে দেন। যে দৃশ্য ধরা পড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেও। সেটা শিলিগুড়ি হোক বা কলকাতা হোক বা রাজ্যের অন্য কোনও প্রান্তে হোক – রোহিত শর্মার ভারত যে নয় মাসের মধ্যে দ্বিতীয়বার আইসিসি ট্রফি জিতেছে, তাতে মাতোয়ারা হয়ে ওঠেই সকলেই। আর সেই উচ্ছ্বাসের একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল হয়েছে কলকাতার খিদিরপুরের একটি ভিডিয়োও। সেটি শেয়ার করে নিজের ‘খারাপ লাগার’ কথা বললেন তৃণমূল কংগ্রেসের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য।

‘সূর্য পূর্ব দিকে ওঠার মতোই স্বাভাবিক…’, দাবি দেবাংশুর

কেন ওই ভিডিয়ো শেয়ার করতে ‘খারাপ’ লাগছে, সেটা ব্যাখ্যা করে দেবাংশু বলেন, ‘ভাবতেও খারাপ লাগছে (যে) এটা শেয়ার করতে হচ্ছে.. অস্বাভাবিক কিছু ঘটনাকে স্বাভাবিক বিষয় বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করে একটা সিস্টেম.. সেই সিস্টেম যে মিথ্যা, আসলে এই দৃশ্যগুলোই যে সূর্য পূর্ব দিকে ওঠার মতোই স্বাভাবিক, সেটুকুও আজকের দিনে গলা ফাটিয়ে চিৎকার করে বলতে হয়!.. খারাপ লাগার জায়গাটা সেখানেই!’

আর তৃণমূল নেতা যখন সেই মন্তব্য করেছেন, তখন দুবাই থেকে রোহিত শর্মা, বিরাট কোহলিদের ফেরার অপেক্ষায় আছেন ভারতীয়রা। যদিও একটি মহলের তরফে দাবি করা হয়েছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী সব খেলোয়াড়রা একসঙ্গে দেখে ফিরবেন না। খেলোয়াড়রা নিজেদের নিজেদের শহরে নামবেন বলে ওই মহলের তরফে জানানো হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো ভিকট্রি প্যারেড হবে না- রিপোর্ট

একাধিক রিপোর্ট অনুযায়ী, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে মুম্বইয়ে যেভাবে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে ‘ভিকট্রি প্যারেড’ হয়েছিল এবং তারপর ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজকীয়ভাবে খেলোয়াড়দের অভ্যর্থনা জানানো হয়েছিল, এবার সেরকম কিছু হচ্ছে না। খেলোয়াড়রা সোজা নিজেদের শহরে ফিরে কয়েকদিন বিশ্রাম নেবেন। তারপর নিজেদের আইপিএলের দলে যোগ দেবেন। 

চ্যাম্পিয়ন্স ট্রফির পরে ভারতের খেলা হবে?

যে মহারণ শুরু হবে আগামী ২২ মার্চ থেকে। চলবে মে পর্যন্ত। তারপর ভারতের খেলা আছে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে। যে সিরিজের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে। কিন্তু এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি টিম ইন্ডিয়া। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে একেবারে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলবে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *