Killbill Box Office-Day 5। ৫ দিনে বক্স অফিসে ১ কোটির গণ্ডি টপকাল কিলবিল সোসাইটি

Spread the love

পয়লা বৈশাখের প্রাক্কালে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্য়ায়ের পরিচালনায় কিলবিল সোসাইটি। আপাতত হলে রমরমিয়ে চলছে সিনেমাখান। তা নববর্ষের দিনে কত পরিমাণ ব্যবসা করল সৃজিত ও কৌশানির সিনেমা?

১১ এপ্রিল মুক্তি পায় কিলবিল সোসাইটি। WBBO: West Bengal Box Office-এর রিপোর্ট অনুসারে প্রথম দিনে এই সিনেমা খাতা খোলে ১১.৫০ লাখ টাকা দিয়ে। এরপর শনিবার প্রায় দ্বিগুণ হয় আয়। ছবি ব্যবসা করে ২৪.২৫ লাখ টাকা। তারপর রবিবার ছবির সংগ্রহ ছিল ২৪.২৫ লাখ। অর্থাৎ, প্রথম সপ্তাহান্তে কিলবিল ঘরে তোলে প্রায় ৭০ লাখ টাক।

এমনকী, সপ্তাহের প্রথম দিনেও কিলবিলে রাশ পড়ল না। ছবির সংগ্রহ ১৮.১২ লাখ টাকা। পয়ল বৈশাখের দিন, অর্থাৎ মঙ্গল কিলবিল সোসাইটি ব্যবসা করল ৩৭.০৭ লাখের। আর ৫ দিনে ছবির আয় হল ১.২৫ কোটি।

কিলবিল সোসাইটি সিনেমা প্রসঙ্গে:

সৃজিত মুখোপাধ্যায়ের হেমলক সোসাইটির সিক্যুয়েল হল কিলবিল সোসাইটি। ছবির গল্পের অনুপ্রেরণা প্রসঙ্গে সৃজিত জানিয়েছিলেন, অ্যাঞ্জেলিনা জোলি একবার সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, একসময় তাঁর বাঁচার ইচ্ছে চলে গিয়েছিল। তাই ঠিক করেছিলেন, তাঁকে মেরে ফেলার দয়িত্ব দেবেন কোনো এক সিরিয়াল কিলারকে। যাতে কোনোভাবেই তাঁর মারা যাওয়া, আত্মহত্যা না মনে হয়। অ্যাঞ্জেলিনা পরবর্তীতে নিজের এই ভাবনা থেকে সরে এলেও, তা সৃজিতের মনে দাগ কেটে যায়।

ছবিতে রয়েছেন কৌশানি মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সন্দীপ্তা সেন, বিশ্বনাথ বসুরা। এই প্রথম কাজ করলেন সৃজিত ও কৌশানি একসঙ্গে। এমনকী, পরম আর কৌশানির জুটি বাঁধাও প্রথম এই সিনেমা দিয়েই।

সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা মানেই, নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া। তবে হেমলকের রেশ থাকায়, কিলবিলের প্রতি আলাদাইটান ছিল দর্শকের। এমনকী, বেশিরভাগেরই দাবি, সৃজিত ফাটিয়ে দিয়েছেন। গুণে গুণে ছয় হাঁকিয়েছেন। যার প্রভাব পড়ছে বক্স অফিসেও।

হিন্দুস্তান টাইমস বাংলার তরফে করা কিলবিলের রিভিউর একটি অংশে লেখা হয়েছে, ‘তবে অভিনেতারা যতই ভালো কাজ করুন আগেও বলেছি, আবারও বলছি এই ছবির নায়ক এক এবং অদ্বিতীয় সৃজিত মুখোপাধ্যায়। কৌশানি-পরমের দুর্দান্ত রোম্যান্স, রসায়ন, অভিনয় বলুন বা বিশ্বনাথের ফাটাফাটি মজা সবের পিছনে ‘ছড়ি হাতে’ দাঁড়িয়ে থাকা মাস্টারমশাই ওরফে সৃজিত মুখোপাধ্যায়কে দেখতে বা বুঝতে এতটুকু অসুবিধা হয়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *