আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এখনও চলছে, তবে এর মধ্যেই আইপিএল ২০২৫ নিয়ে উন্মাদনা চরমে পৌঁছে যাচ্ছে। ২২ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL), এবং উদ্বোধনী ম্যাচ ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে। প্রথম দিনেই হাড্ডাহাড্ডি লড়াই দেখবে ক্রিকেট বিশ্ব।
গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (KKR) মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। কিন্তু এখনও একটি প্রশ্ন রয়ে গেছে, সেটি হল ইডেনে আইপিএল ম্যাচের টিকিট কবে থেকে বিক্রি শুরু হবে? দামই বা কত হবে?
ইডেনে কবে শুরু হবে টিকিট বিক্রি?
মুম্বই ও গুয়াহাটির মতো কিছু শহরে ইতিমধ্যেই আইপিএল ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়ে গেছে। তবে ইডেনের টিকিট বিক্রি এখনও শুরু হয়নি। তবে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, এবিপি আনন্দের একটি রিপোর্টে বলা হয়েছে, দু’-তিন দিনের মধ্যেই ইডেনের ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু হয়ে যেতে পারে। টিকিটের দামও প্রায় চূড়ান্ত এবং আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এক-দুই দিনের মধ্যেই।
টিকিটের মূল্য কত হতে পারে?
আইপিএলের টিকিটের মূল্য নির্ধারণ ও বিক্রির সম্পূর্ণ দায়িত্ব দশটি ফ্র্যাঞ্চাইজি দলের ওপর থাকে। ইডেনের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেবে কলকাতা নাইট রাইডার্স (KKR)। সিএবি (CAB)-এর প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘টিকিটের ব্যাপারটা পুরোপুরি ফ্র্যাঞ্চাইজি দেখে। আমাদের এখনও কেকেআরের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে আশা করছি, কয়েকদিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার হবে।’
টিকিটের দাম কত হতে চলেছে?
বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, টিকিটের ন্যূনতম মূল্য বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। গত বছর ইডেনের সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ৭৫০ টাকা। জানা যাচ্ছে এবার ন্যূনতম টিকিটের মূল্য ৯০০ টাকা করা হতে পারে। অন্যান্য ক্যাটাগরির টিকিটের দাম ১০০০, ১৫০০, ২০০০ টাকা হতে পারে। কর্পোরেট হসপিটালিটি বক্সের টিকিটের দাম গতবার ছিল ২৮,০০০। এবারে সেটির দামও বাড়তে পারে।
কোথায় পাওয়া যাবে টিকিট?
কেকেআর সূত্রে জানা গেছে, অনলাইনে টিকিট বিক্রির জন্য ‘বুক মাই শো’ (BookMyShow)-র সঙ্গে চুক্তি করা হয়েছে। তাই টিকিট পেতে হলে ক্রিকেটপ্রেমীদের BookMyShow ওয়েবসাইট বা অ্যাপে নজর রাখতে হবে।
ডাইনামিক প্রাইসিং হবে কি?
সিএবি সচিব নরেশ ওঝা জানিয়েছেন, ‘পুরোটাই কেকেআরের সিদ্ধান্ত। ডাইনামিক প্রাইসিং হতে পারে।’ এর মানে, কিছু ম্যাচের টিকিটের দাম বেশি হতে পারে। যেমন, কেকেআর বনাম আরসিবি ও কেকেআর বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ। ইডেনে কোয়ালিফায়ার ও ফাইনাল-সহ বাড়তি ২টি ম্যাচ রয়েছে। তবে কেকেআর শিবির থেকে জানা গেছে, সম্ভবত ডাইনামিক প্রাইসিং-এর পথে হাঁটছে না ফ্র্যাঞ্চাইজি।
কবে আসবে অফিশিয়াল ঘোষণা?
আগামী ২-১ দিনের মধ্যেই কেকেআর সবকিছু চূড়ান্ত করবে এবং টিকিট বিক্রির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বাংলার ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন টিকিটের আনুষ্ঠানিক ঘোষণার জন্য! অনেকেই চাইছেন যেন টিকিটের দাম না বাড়ে।