KKR-এর সহকারী কোচের প্রস্তাব ফিরিয়ে দিলেন ঋদ্ধিমান সাহা

Spread the love

আইপিএল ২০২৫-এর জন্য কলকাতা নাইট রাইডার্স তাদের কোচিং স্টাফে বড় পরিবর্তন আনতে চলেছে। এর কারণ দলের কয়েকজন কোচিং সদস্য ভারতীয় জাতীয় দলে যোগ দিয়েছেন। মাত্র এক মরশুম কেকেআরের মেন্টর হিসেবে থাকার পর গৌতম গম্ভীর ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্য দল ছেড়ে দিয়েছেন। তার সঙ্গে কেকেআর ছাড়েন অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতে।

আসন্ন মরশুমের জন্য কেকেআর এখনও পর্যন্ত শুধুমাত্র ডোয়াইন ব্র্যাভোকে নতুন কোচিং স্টাফের দলে যুক্ত করেছেন। তবে কলকাতা নাইট রাইডার্স আরও কয়েকজন কোচ নিয়োগ করতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যেই শোনা গিয়েছিল কেকেআরের সহকারী কোচের পদে দেখা যেতে পারে বাংলার ঋদ্ধিমান সাহাকে। তবে এই দায়িত্ব গ্রহণ করেননি ঋদ্ধি। নিজের এই সিদ্ধান্তের কারণ জানালেন ঋদ্ধিমান সাহা।

মহেন্দ্র সিং ধোনির টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকে ভারতীয় দলে নিয়মিত উইকেটকিপার-ব্যাটসম্যান দায়িত্ব পালন করেছিলেন ঋদ্ধিমান সাহা। বাংলার এই তারকা ক্রিকেটার জানিয়েছেন যে কেকেআর তাকে সহকারী কোচের পদ দেওয়ার প্রস্তাব দিয়েছিল।

ঋদ্ধিমান সাহা Sportstar-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার কেরিয়ারে আমি সবসময় বিশ্বাস করেছি, যদি কেউ কোনও দায়িত্ব নিতে চায়, তাহলে তাকে সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। মনের দিক থেকে এবং দক্ষতার দিক থেকেও তাঁকে তৈরি হতে হবে। তাহলেই সে সেই ভূমিকায় সফল ভাবে কাজ করতে পারবেন।’

ঋদ্ধিমান সাহা আরও বলেন, ‘আমি এখনও কোচিংয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত নই, তাই কেকেআরের সহকারী কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। এটি দারুণ একটি সুযোগ হত, কিন্তু আমি জানতাম যে সম্পূর্ণভাবে কোচিংয়ে যুক্ত হওয়ার আগে আমার আরও সময় দরকার।’

ঋদ্ধিমান সাহা বাংলার হয়ে নিজের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন। ৩০ জানুয়ারি থেকে ইডেন গার্ডেন্সে পঞ্জাবের বিরুদ্ধে শুরু হবে বাংলার রঞ্জি ট্রফির ম্যাচ। সেই ম্যাচেই হয়তো ঋদ্ধিমান সাহাকে শেষবার প্রতিযোগিতামূলক ম্যাচে ক্রিকেটার হিসাবে দেখা যাবে। ঋদ্ধিমান সাহা গত বছরই নিজের অবসরের ঘোষণা করেছিলেন।

ঋদ্ধিমান সাহা ভারতের হয়ে ৪০টি টেস্ট ও ৯টি ওয়ানডে খেলেছেন। ধোনির ব্যাকআপ হিসেবে থাকার পর, টেস্ট থেকে ধোনির বিদায়ের পর তিনি নিয়মিত সুযোগ পান। তবে একাধিক চোটের কারণে অনেক ম্যাচ মিস করতে হয়েছে তাঁকে। ৪০ বছর বয়সি ঋদ্ধিমান সাহা ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেন ২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তিনি আইপিএলে ১৭০টি ম্যাচ খেলেছেন এবং সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্স ছিল আইপিএল ২০১৪ ফাইনালে পঞ্জাব কিংসের হয়ে সেঞ্চুরি করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *