Kolkata Bus Fire।  কলকাতার কলেজস্ট্রিটে দাউ দাউ করে জ্বলল চলন্ত বাস

Spread the love

হাওড়া(Howrah)-শিয়ালদাগামী(Sealdah) সরকারি বাসে আচমকাই আগুন। কলেজ স্ট্রিটের(College Street) কাছে একেবারে দাউ দাউ করে জ্বলে যায় বাসটি। একাধিক ভিডিয়োতে দেখা যায় একেবারে দাউ দাউ করে জ্বলছে সরকারি বাসটি। তবে বাসটিতে আগুন ধরে গেলেও হতাহতের কোনও খবর মেলেনি। 

বাসটি রাজাবাজার(Rajabazar) ডিপোর(Depot) বাস। তবে আগুনের ফুলকি দেখা যেতেই যাত্রীরা দ্রুত নেমে যান। এদিকে বাসের চালক কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। বাস চালক কোনওরকমে বাস থেকে নামেন।  কিছুদিন আগে জলপাইগুড়ির(Jalpaiguri) ময়নাগুড়িতে একইভাবে সরকারি বাসে আগুন লেগেছিল। এবার বাসে আগুন লাগল কলকাতায়। কাছেই একাধিক প্রতিষ্ঠান রয়েছে। সেক্ষেত্রে আতঙ্ক ছড়ায়। বাসের কন্ডাক্টর বলেন, দাউ দাউ করে আগুন লেগে যায়। হঠাৎ আগুন লাগে।বাসের চালক বলেন, কীভাবে আগুন লাগল বুঝতে পারলাম না। তবে দাউ দাউ করে জ্বলে গেল। আমিও লাফিয়ে নামলাম।

দমকল বাহিনীর এক আধিকারিক বলেন, কল করার সঙ্গে সঙ্গে চলে এসেছিল। পুরো বাসটি ফাঁকা ছিল। কীভাবে বাসটি জ্বলল বুঝতে পারছি না। তবে আগুন আমরা নিভিয়ে ফেলি। দুটো ইঞ্জিন এসেছিল সেন্ট্রাল অ্যাভিনিউ ফায়ার স্টেশন থেকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *