Kolkata Metro Budget Allotment Details। দেশ জুড়ে মেট্রোয় বরাদ্দ ৩১২৩৯ কোটি

Spread the love

কলকাতা এবং শহরতলির বিভিন্ন জায়গায় বিগত দীর্ঘ সময় ধরে মেট্রোর কাজ চলছে। বাজেট এলে তাই কলকাতায় মেট্রো প্রকল্পে বরাদ্দের দিকে নজর থাকে অনেকেরই। এবারও কলকাতা মেট্রোর লাইনগুলির জন্যে বিভিন্ন হারে অর্থ বরাদ্দ করা হয়েছে। এই আবহে জানা গিয়েছে, নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোয় এবার একধাক্কায় ৫৩.৫ শতাংশের মতো বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে কিছুটা বরাদ্দ বেড়েছে জোকা-এসপ্ল্যানেড মেট্রোয়। এই আবহে মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, মেট্রো প্রকল্পগুলির রূপায়নের ক্ষেত্রে টাকা কোনও বাধা হয়ে দাঁড়াবে না। এই নিয়ে তাঁদের দাবি, প্রকল্পের কাজের অগ্রগতির সম্ভাবনা অনুযায়ী বরাদ্দ বেড়েছে বা কমেছে বাজেটে। উল্লেখ্য, এবারের বাজেটে দেশের সব মেট্রো প্রকল্পগুলির জন্যে সম্মিলিত ভাবে ৩১,২৩৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

এই আবহে রিপোর্ট অনুযায়ী, এবারের বাজেটে একধাক্কায় ৫৩.৫ শতাংশের মতো বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোয়। ২০২৪-২৫ সালের বাজেটে বরাদ্দ করা হয়েছিল ১,৭৯১.৩৯ কোটি টাকা। সংশোধন করে সেটা ১,৫৫০ কোটি টাকা করা হয়। আর ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে সেটা একেবারে কমিয়ে ৭২০.৭২ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। যে অংশের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত আপাতত মেট্রো পরিষেবা চালু আছে। এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে, দমদম বিমানবন্দর-‌নিউ গড়িয়া ভায়া রাজারহাট মেট্রো রুটের জন্য মাত্র ৭২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর আগের বার ওই প্রকল্পে সংশোধিত বাজেট বরাদ্দ ছিল ১৫৫০ কোটি টাকা।

এদিকে এবারের বাজেটে ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্যে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডকে বা কেএমআরসিএল-কে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৪-২৫ সালের বাজেটে প্রাথমিকভাবে কেএমআরসিএলের কপালে ৯০৬ কোটি টাকা জুটেছিল। সংশোধিত অঙ্কটা অবশ্য ৫০০ কোটি টাকায় নেমে এসেছিল। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর বেশি কাজ আর বাকি নেই। আপাতত দুটি আলাদা অংশে পরিষেবা চালু আছে। শিয়ালদা এবং এসপ্ল্যানেড জুড়ে গেলেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো ১৬.৬ কিমি অংশে পরিষেবা চালু হয়ে যাবে।

এদিকে এবারে তুলনামূলকভাবে বরাদ্দ বেড়েছে জোকা-এসপ্ল্যানেড মেট্রোয়। কেন্দ্রীয় বাজেটের নথি অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছিল ২,৫৫০ কোটি টাকা। সেখানে ২০২৪-২৫ অর্থবর্ষে প্রাথমিকভাবে ১,২০৮.৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সেটা সংশোধন করে ৮৫০ কোটি টাকা নামিয়ে আনা হয়েছে। এবারের বাজেটে (২০২৫-২৬ অর্থবর্ষ) ৯১৪.৫ কোটি টাকা দেওয়া হয়েছে জোকা-এসপ্ল্যানেড মেট্রোকে। তারইমধ্যে জোকা-এসপ্ল্যানেড মেট্রোকে ইডেন গার্ডেন্স পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *