Kolkata Police। খোদ পুলিশ কর্তাদের বিরুদ্ধেই পরীক্ষায় টুকলির অভিযোগ

Spread the love

বই, স্টাডি মেটেরিয়াল, নোট এবং যেকোনও ধরনের অত্যাধুনিক ইলেক্ট্রনিক গ্যাজেট – যেমন – স্মার্ট ওয়াচ প্রভৃতি নিয়ে পরীক্ষাকেন্দ্রের ভিতরে কোনও মতেই ঢোকা যাবে না। এই মর্মেই জারি করা হয়েছে এক বিশেষ নির্দেশিকা। কারণ, তা না করা হলে নাকি পরীক্ষার হলে টুকলি করার আশঙ্কা থেকে যাচ্ছে!

ভাবছেন তো, এ আর নতুন কী? পরীক্ষা নিয়ামক সংস্থাগুলি তো হামেশাই এমন সব নির্দেশ দিয়ে থাকে বা নির্দেশিকা জারি করে থাকে। কিন্তু, যে নির্দেশিকার কথা এখানে বলা হচ্ছে, তাতে অবশ্যই নতুনত্ব আছে। কারণ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কিংবা কোনও প্রবেশিকা পরীক্ষার জন্য এই নির্দেশিকা জারি করা হয়নি।

এই নির্দেশিকা জারি করা হয়েছে কলকাতা পুলিশের উঁচু পদে থাকা বর্তমান কিংবা অবসরপ্রাপ্ত আধিকারিকদের অনভিপ্রেত আচরণের জেরে! এবং সেই নির্দেশিকা জারি করেছে ‘কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট’ কর্তৃপক্ষ!

সংবাদমাধ্যমে এই নির্দেশিকার যে প্রতিলিপি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, এটি জারি করা হয়েছে গতকাল (বৃহস্পতিবার – ৬ মার্চ, ২০২৫)। অভিযোগ উঠেছে, আইনি বিষয়গুলি নিয়ে পড়াশোনা করার পর পরীক্ষা দিতে এসে নাকি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাই টুকলি করছেন!

কলকাতা পুলিশের কর্মরত বা অবসরপ্রাপ্ত পুলিশকর্মীরা যদি তাঁদের কাজ বা ডিউটির পাশাপাশি আইন নিয়ে পড়াশোনা করতে চান, তাহলে তাঁদের সেই সুযোগ করে দিতেই রাজ্য সরকারের সহযোগিতায় সংশ্লিষ্ট আইনি শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু, ইদানীং পরীক্ষা দেওয়ার সময় পুলিশ পরীক্ষার্থীদের একাংশ অনিয়ম করছেন বলে অভিযোগ! সেই কারণেই কর্তৃপক্ষকে এই নিষেধাজ্ঞা জারি করতে হয়েছে বলে মনে করা হচ্ছে।

সেই নির্দেশিকায় সরাসরি পরীক্ষার্থীদের একাংশের বিরুদ্ধে ‘টুকলি’ করার অভিযোগ তুলে পরীক্ষাকেন্দ্রের ভিতর বই, স্টাডি মেটিরিয়াল, নোট অথবা স্মার্ট ওয়াচের মতো ইলেক্ট্রনিক গ্যাজেট নিয়ে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তথ্য বলছে, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএস এবং কলকাতা পুলিশের বড় কর্তারাই সাধারণত এই পরীক্ষা দেন। এবার তাহলে সরাসরি তাঁদের বিরুদ্ধেই টুকলির অভিযোগ উঠে গেল! আর, সেই অভিযোগ তুলল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানই!

খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা সামনে আসার পর থেকে রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে। বিশেষ করে বিজেপির বক্তব্য হল, বর্তমান সরকারের জমানায় শিক্ষাঙ্গনে শুধুই দুর্নীতির প্রসার ঘটছে। যেকোনও পরীক্ষায় অনিয়ম, টুকলির মতো ঘটনা ঘটছে। এবার পুলিশের আইনি পরীক্ষাতেও একই অভিযোগ উঠল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *