Kunal on Payel। ‘সরকারের সঙ্গে কোনও সম্পর্ক নেই…’ 

Spread the love

আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা বাংলা। আঁচ পড়েছে দেশের বিভিন্ন প্রান্তেও। প্রতিবাদ সরব হয়েছে বিদেশও। এরই মাঝে শুক্রবার রাতে শহরের বুকে হেনস্থা করা হয় অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়কে(Payel Mukherjee)। ফের প্রশ্নের মুখে পড়ে শহরের নাগরিক নিরাপত্তা। এবার এই বিষয়ে কী বললেন কুণাল ঘোষ?

পায়েল মুখোপাধ্যায়ের ঘটনা নিয়ে কী জানালেন কুণাল ঘোষ?

পায়েল মুখোপাধ্যায়কে গত শুক্রবার সাদার্ন অ্যাভিনিউতে হেনস্থা করা হলে আবারও প্রশ্ন ওঠে পুলিশ প্রশাসন, রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার দিকে। এবার সেই বিষয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের কুণাল জানান, ‘ রাস্তা ঘাটে ধাক্কাধাক্কি, গাড়িতে গাড়িতে লাগা, ট্রাফিক সিগন্যালে মারপিট এগুলো স্বাভাবিক। এর সঙ্গে সরকার, এর সঙ্গে সমাজের কোনও যোগ নেই। এগুলো কী বলা হচ্ছে? রাস্তায় কার সঙ্গে কার ব্যক্তিগত কী হয়েছে, পুলিশ পদক্ষেপ নিয়েছে। তারপরেও যদি আরজি করের সঙ্গে যদি সবার তুলনা টানা হয় তাহলে কী বলব? এটা কোনও শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ করবে বলে মনে হয় না!’

কী আপডেট দিয়েছে পুলিশ?

এই ঘটনার পর কলকাতা পুলিশের তরফে বুঝিয়ে দেওয়া হল তাঁরা নাগরিক বিশেষ করে মহিলা নাগরিকদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট তৎপর। এবং কোনও ক্রাইম ঘটলে দুষ্কৃতিকে ছাড় দেন না। কলকাতা দক্ষিণের ডিসিপির প্রোফাইল থেকে এদিন লেখা হয়, ‘আজ বিকেলে জনপ্রিয় বাংলা অভিনেত্রী লাইভে এসে হুলিগানিজমের অভিযোগ করেন। সোশ্যাল মিডিয়ায় এসে জানান তাঁর সঙ্গে সাদার্ন অ্যাভিনিউতে ঘটা ঘটনার কথা। তারপরই টালিগঞ্জ থানার অন ডিউটি অফিসার ওই জায়গায় পৌঁছন এবং অভিযুক্তকে গ্রেফতার করেন।’

কী ঘটেছে পায়েলের সঙ্গে?

পায়েল মুখোপাধ্যায় শুক্রবার লাইভে এসে জানান তিনি যখন তাঁর গাড়ি করে সাদার্ন অ্যাভিনিউ দিয়ে যাচ্ছিলেন তখনই তাঁর গাড়ির সঙ্গে একটি বাইকের সামান্য ধাক্কা লাগে। অভিনেত্রীর অভিযোগ, দোষ বাইক চালকের ছিল। তবুও সেই ব্যক্তি নেমে এসে তাঁকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলেন। তিনি নিজের নিরাপত্তার কথা ভেবে বেরোতে না চাইলে ঘুষি মেরে তাঁর গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ করেন। একই সঙ্গে প্রশ্ন তোলেন এই শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *