Latest WAQF Clash in Murshidabad।  ওয়াকফের নামে ফের অশান্ত মুর্শিদাবাদ! হাসপাতালে আগুন

Spread the love

শনিবার সকাল পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিকই ছিল মুর্শিদাবাদে। তবে বেলা গড়াতেই ফের হিংসা ছড়িয়েছে সেখানে। রিপোর্ট অনুযায়ী, ধুলিয়ান পুরসভাতে ভাঙচুর চালানো হয়েছে। এদিকে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালানো হয় এবং পরে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের দাদা আলির বাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। 

এদিকে টহলরত বিএসএফ জওয়ানদের ওপর ইটবৃষ্টি করা হয়। এই আবহে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বিএসএফ। এদিকে অভিযোগ করা হচ্ছে, বিএসএফের গুলিতে নাকি জখন হয়েছেন দু’জন। যদিও সরকারি ভাবে গুলি চালানোর ঘটনার কথা স্বীকার কা হয়নি। জানা যায়, আজ সকাল ১০টা নাগাদ একদল দুষ্কৃতী ধুলিয়ানে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে হামলা চালায়। এরপর মনিরুলের দাদার বাড়িতেও হামলা চালানো হয়। মনিরুলও নাকি হেনস্থার শিকার হন। খবর পেয়ে এলাকায় পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। বিএসএফ অতিরিক্ত বাহিনী পাঠায়। গুজব ছড়ালে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে রাজ্য পুলিশ। হিংসার ঘটনায় ইতিমধ্যেই ১১৮ জনকে গ্রেফতারও করা হয়েছে।

এর আগে শুক্রবার পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়েছিল বলে অভিযোগ। রেল স্টেশন থেকে শুরু করে জাতীয় সড়ক জুড়ে তাণ্ডব চালিয়েছিল ওয়াকফ প্রতিবাদীরা। রিপোর্টে দাবি করা হয়েছে, পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠিয়েছে বিএসএফ। অপরদিকে গুজব ছড়ালে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। এদিকে বিজেপির দাবি, আমতলা থেকে মুর্শিদাবাদ, সর্বত্রই পুলিশ ‘মার খাচ্ছে’। এই আবহে সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে গেরুয়া শিবির। জানা যায়, গতকাল পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করে বিক্ষোভকারীরা। দাবি করা হয়েছে, গতকাল পুলিশ-জনতার খণ্ডযুদ্ধে জখম ফরাক্কার এসডিপিও মনিরুল ইসলাম খান। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। লাঠিচার্জও করে পুলিশ। এরপরে সাজুরমোড়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি বোমা বর্ষণ করে উত্তেজিত বিক্ষোভকারীরা। এর মাঝেও প্রাণের ঝুঁকি নিয়ে সাহসিকতার সঙ্গে পুলিশ পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছিল সেখানে। তবে ওয়াকফ আন্দোলনকারীদের রোষ আরও বাড়লে অনেক পুলিশকর্মীকেই প্রাণ বাঁচাতে মসজিদে আশ্রয় নিতে হয়েছিল বলে দাবি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *