কিছুদিন আগেই লিলুয়ায় আবাসনের সামনেই গুলিবিদ্ধ হন ব্যবসায়ী রাজেশ সিং। সেই ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম ছোটেলাল ওরফে ‘মচ্ছর’। গত ২২ ফেব্রুয়ারি ওই শুটআউট কাণ্ডের পর সদ্য ৮ মার্চ এই ঘটনায় গ্রেফতারির খবর আসে। জানা গিয়েছে ছোটেলালকে বিহারের বৈশালী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
কেন সেদিন এই গুলি চলেছিল? এই প্রশ্ন স্বভাবতই ঘুরপাক খাচ্ছে। পুলিশের তরফে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী বলেন, ব্যবসা সংক্রান্ত কোনও ঝামেলার জেরে এই কাণ্ড ঘটে থাকতে পারে। তিনি জানান, তদন্তে জানা গিয়েছে, ঘটনার দিন ২ টি বাইকে এসেছিল দুষ্কৃতীরা। সেদিন রাত ১০ টা নাগাদ আবাসনের সামনে দাঁড়িয়ে ছিলেন রাজেশ সিং। তখনই বাইকে চেপে দুষ্কৃতীরা তাঁকে টার্গেট করে গুলি চালায়। এই ঘটনায় শুধু ১ জনের গ্রেফতারি হলেও, ঘটনায় বাকিদেরও শণাক্ত করা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। খুব তাড়াতাড়ি তাঁদের গ্রেফতার করা যাবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, সেদিন রাতের গুলি চালনার দৃশ্য সিসিটিভিতে ধরা পড়ে বলে জানা গিয়েছে।
দুষ্কৃতীরা রাজেশকে টার্গেট করে গুলি চালালে গুলি গিয়ে তাঁর ডান হাতে লাগে। এরপর পেট ছুঁয়ে তাঁর ডানদিকের পাঁজরে গিয়ে লাগে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় টিএল জয়সোয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতার এক নামি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজেশকে। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন।
পুলিশের তদন্ত অনুসারে জানা যাচ্ছে, ঘটনার দিন দুটি বাইকে করে এসেছিল দুষ্কৃতীরা। পরে দুষ্কৃতীরা বিহারে পালিয়ে যায়। সন্দেহ করা হচ্ছে, তাদের এই গুলি চালনার জন্য কোনও সুপারি দেওয়া হয়েছিল। এই বিষয়ে ধৃত ছোটেলালকে হেফাজতে নিয়ে চলছে জেরা। বাকি অভিযুক্তদের সন্ধানে চলছে তল্লাশি।