Local Train Cancel। ১৯ দিন ধরে বাতিল থাকতে পারে ২১২ লোকাল ট্রেন

Spread the love

আবারও চরম ভোগান্তি মুখে পড়তে পারেন রেলযাত্রীরা। এই আশঙ্কার কারণ হল, হাওড়া শাখায় ২০০টিরও বেশি লোকাল ট্রেন বাতিল করার মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই শোনা যাচ্ছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুসারে, হাওড়া শাখায় ‘মেগা পাওয়ার ব্লক’-এর জেরে লাগাতার পরিষেবা ব্যাহত হতে পারে। সূত্রের দাবি, এর ফলে একটানা ১৯ দিন ধরে মোট ২১২টি লোকাল ট্রেন বাতিল করা হতে পারে। যার ফলে সবথেকে বেশি ভোগান্তির শিকার হবেন এই লাইনের নিত্যযাত্রীরা।

তবে, মেগা পাওয়ার ব্লক হলে তার প্রভাব দূরপাল্লার ট্রেনেও পড়বে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সময়সীমার মধ্যে অন্তত ৬৪টি এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হতে পারে। শেষ পাওয়া খবর অনুসারে, এর ফলে আগামী ৩০ এপ্রিল থেকে অন্তত ১৯ দিন ধরে পরিষেবা ব্যাহত হবে।

কিন্তু, এখনও পর্যন্ত রেল কর্তৃপক্ষ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। শোনা যাচ্ছে, বিষয়টি নিয়ে আগামী সোমবার আলোচনা করা হতে পারে। এবং সেক্ষেত্রে কোনও পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হলে, সেই সিদ্ধান্ত ওই দিনই সামনে আসতে পারে।

তবে, টানা ১৯ দিন ধরে পরিষেবা ব্যাহত হলে যাত্রীরা যে বেজায় সমস্যায় পড়বেন, তা রেল কর্তৃপক্ষও জানে। এমনকী, অতিরিক্ত ভিড়ে যাত্রীদের অসুস্থ হয়ে পড়া থেকে শুরু করে অঘটন বা দুর্ঘটনা ঘটারও আশঙ্কা থেকে যায়।

তাই, রেলের তরফে চেষ্টা করা হচ্ছে যাতে টানা ১৯ দিন ধরে মেগা পাওয়ার ব্লক না করে ওই সময়সীমা যতটা সম্ভব কমিয়ে আনার। কিন্তু, আদৌ সেটা সম্ভব হবে কিনা, সেটা এখনই বলা সম্ভব নয়। এই বিষয়ে সিদ্ধান্ত যা নেওয়ার, তা আগামী সোমবারই নেওয়া হবে।

রেল সূত্রে আরও জানা গিয়েছে, চলতি বছরের (২০২৫) এপ্রিল মাসের শেষের দিক থেকে হাওড়া-খড়গপুর শাখার সাঁতরাগাছি রেল ইয়ার্ডের রিমডেলিং-এর কাজ শুরু করা হবে। এছাড়াও, একাধিক উন্নয়নমূলক কাজ রেলের পক্ষ থেকে হাতে নেওয়া হয়েছে। যা যাত্রী সাধারণের স্বার্থের কথা ভেবেই কার্যকর করা হচ্ছে।

কিন্তু, এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত করতে গেলে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনে মেগা ট্রাফিক ব্লক করতে হবে। এই বিষয়ে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল। তবে, মাঝে মাধ্যমিক ও উচ্চমাধ‌্যমিক পরীক্ষা এবং দোলযাত্রা পড়ে যাওয়ায় সেই কাজ শুরু করার সময় পিছিয়ে দেওয়া হয়। সেই কারণেই আগামী ৩০ এপ্রিল থেকে পাওয়ার ব্লক করার কথা ভাবা হচ্ছে। যার প্রভাব রোজের পরিষেবা কিছুদিনের জন্য হলেও ব্যাপকভাবে ব্যাহত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *