LSG-র কাছে হারের পর শাহরুখের বার্তা এসে পৌঁছল KKR ড্রেসিংরুমে

Spread the love

এই মরশুমে আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স বেশ হতাশারই। মঙ্গলবার (৮ এপ্রিল) ঘরের মাঠে লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ফের মুখ থুবড়ে পড়েছে কেকেআর। তারা ২৩৯ রানের লক্ষ্যে রান তাড়া করতে নেমে মাত্র ৪ রানে ম্যাচটি হেরে যায়। এলএসজি-র কাছে এই হতাশার হারের পর, দলের মালিক শাহরুখ খান খুবই মুষড়ে পড়েছিলেন। তবে তিনি তাঁর দলের মনোবল বাড়ানোর জন্য একটি বিশেষ বার্তা দেন। লখনউয়ের কাছে ম্যাচ হারার পর, কলকাতা নাইট রাইডার্সের ড্রেসিংরুমে শাহরুখ খান যে বার্তাটি পাঠিয়েছিলেন, সেটি পড়ে শোনানো হয়।

শাহরুখ খান চিঠিতে কী লিখেছেন?

শাহরুখের আবেগঘন এবং অনুপ্রেরণামূলক বার্তাটি পড়ে শোনান কেকেআরের টিম ম্যানেজার ভেঙ্কি মাইসোর। ‘মাথা উঁচু করে পরবর্তী ম্যাচ খেলতে নামো’- এই শিরোনামে লেখা এই বার্তাটিতে অনুশোচনার চেয়ে স্থিতিস্থাপকতা এবং প্রতিফলনের উপরই বেশি জোর দেওয়া হয়েছে। শাহরুখ প্লেয়ারদের সাহস না হারাতে এবং এই পরাজয় থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন। শাহরুখ বার্তায় লিখেছেন, ‘এটা একটা দুঃখজনক পরাজয়। কারণ আমরা খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম, কিন্তু এই ম্যাচ থেকে আমরা অনেক ইতিবাচক জিনিসও পেয়েছি, আমরা লড়াই করতে পারি এবং বড় স্কোর করতে পারি, কখনও কখনও আমাদের সেরাটাও যথেষ্ট হয় না। আজ (মঙ্গলবার) ছিল তেমনই একটি দিন।’

শাহরুখ খেলোয়াড়দের মনে করিয়ে দিয়েছেন যে, ‘আমরা জয় থেকে মাত্র এক বল এবং একটি হিট থেকেদূরে ছিলাম’। পাশাপাশি তিনে দলের এই পরাজয় ভুলে গিয়ে প্লেয়ারদের এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। তিনি বার্তাটি শেষ করে লিখেছিলেন, ‘আমার মনে হয় এই ধরনের হৃদয়বিদারক ঘটনা দলকে আরও কাছে নিয়ে আসে।’

ঘরের মাঠে লখনউয়ের কাছে মাত্র ৪ রানে হারে কেকেআর

মঙ্গলবার ইডেনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষমেশ লখনউ সুপার জায়ান্টসের কাছে ৪ রানে হেরে যায় কলকাতা নাইট রাইডার্স। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল লখনউ। তারা ৩ উইকেট হারিয়ে ২৩৮ রানের বিশাল বড় স্কোর করে। মিচেল মার্শের ৪৮ বলে ৮১, নিকোলাস পুরানের ৩৬ বলে ৮৭, এডেন মার্করামের ২৮ বলে ৪৭ রানের হাত ধরে কেকেআর-এর উপর পাহাড় প্রমাণ রানের বোঝা চাপিয়ে দেয় লখনউ। সেই রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ২৩৪ করে কলকাতার দল। মাত্র ৪ রানে হারতে হয় কেকেআর-কে। কেকেআর-এর হয়ে সর্বোচ্চ রান অজিঙ্কা রাহানের। তিনি করেছেন ৩৫ বলে ৬১ রান। এছাড়া ২৯ বলে ৬৫ করেন বেঙ্কটেশ আইয়ার। আটে নেমে ১৫ বলে অপরাজিত ৩৮ করেন রিঙ্কু সিং। কিন্তু তিনি দলকে জেতাতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *