ইতিহাসের মতোই মাধ্যমিকের ভূগোল পরীক্ষার শেষেও পড়ুয়াদের মুখে হাসি ফুটল। কারণ এবার ভূগোল প্রশ্ন একেবারেই সহজ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। তাঁরা জানিয়েছেন, যারা ভালো করে বই পড়েছে এবং টেস্ট পেপার সলভ করেছে, তারা এবার খুব ভালো নম্বর পাবে। সব ‘কমন’ প্রশ্ন এসেছে। এক নম্বরের প্রশ্ন, দু’নম্বরের প্রশ্ন হোক বা পাঁচ নম্বরের প্রশ্ন হোক – সব প্রশ্নের উত্তরই সহজে দিতে পারবে পরীক্ষার্থীরা। আর যে ম্যাপ পয়েন্টিং নিয়ে কিছুটা উদ্বেগ থাকে, সেটাও একদম সহজ করা হয়েছে। ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে যে যে জায়গাগুলি চিহ্নিত করতে বলা হয়েছে, সেগুলির কোনওটাই অজানা বা কঠিন নয়। যেগুলি পরীক্ষার আগে পড়ুয়ারা প্র্যাকটিস করেছিল, সেখান থেকেই ম্যাপ পয়েন্টিং এসেছে বলে জানিয়েছেন শিক্ষকরা।
দক্ষিণ ২৪ পরগনার নঙ্গী হাইস্কুলের ভূগোলের শিক্ষক বিশ্বজিৎ দাসের কথায়, ‘মাধ্যমিকের ভূগোল প্রশ্নপত্র খুবই ভালো হয়েছে। একেবারে কমন প্রশ্ন এসেছে।যেরকম প্রশ্ন আসার কথা, সেগুলিই এসেছে। ম্যাপ পয়েন্টিংও সহজ এসেছে। ওগুলোও একদম কমন। সবমিলিয়ে প্রশ্ন খুব ভালো হয়েছে। এখনও পর্যন্ত যে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা হয়েছে, তারাও বলেছে যে ছেলেরা খুব ভালো পরীক্ষা দিয়েছে।’
ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ে এবার কী কী এসেছে?
১) দক্ষিণ ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল
২) পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল
৩) উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল
৪) সাতপুরা পর্বত
৫) মহানদী
৬) কোল্লেরু – হ্রদ
৭) সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান
৮) চণ্ডীগড়
৯) পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র
১০) নভসেবা বন্দর
(বিশেষ দ্রষ্টব্য: মাধ্যমিকের ভূগোল পরীক্ষায় ১০টি ম্যাপ পয়েন্টিং থাকে। ১০টিই করতে হয়। প্রতিটির জন্য বরাদ্দ থাকে এক নম্বর। মোট ১০ নম্বর থাকে)।
মাধ্যমিকের ভূগোল পরীক্ষা কেমন হল? কী বলল পড়ুয়ারা?
নঙ্গী হাইস্কুলের ছাত্র ঈশান হাজরা জানিয়েছে, ভূগোল পরীক্ষা খুব ভালো হয়েছে। সহজ প্রশ্ন এসেছে। ম্যাপ পয়েন্টিংও যেগুলি দেওয়া হয়েছে, সেগুলি বেশ সহজ। স্কুলে বা বাড়িতে আগে প্র্যাকটিস করা হয়েছে। ফলে পরীক্ষার সময় কোনও অসুবিধা হয়নি বলে জানিয়েছেন নঙ্গী হাইস্কুলের ছাত্র। যে এবার জীবনবিজ্ঞান (১৯ ফেব্রুয়ারি) এবং ভৌতবিজ্ঞান (২০ ফেব্রুয়ারি) পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।