Madhyamik 2025 Math Exam। মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার প্রশ্ন কেমন হল?

Spread the love

‘জলের মতো’ সহজ হল না মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার প্রশ্ন। বরং বেশ স্ট্যান্ডার্ড প্রশ্ন এসেছে বলে জানালেন শিক্ষকরা। নিউ আলিপুরের শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শাওনী ঘোষ জানিয়েছেন, স্ট্যান্ডার্ড প্রশ্ন এসেছে অঙ্কে। একদম বইয়ে যা আছে, সেটাই হুবহু তুলে দেওয়া হয়েছে, তেমনটা নয়। অঙ্ক নিয়ে ছাত্র-ছাত্রীদের ‘কনসেপ্ট’ কতটা স্পষ্ট, সেটা যাচাই করার উপরে জোর দেওয়া হয়েছে। সেইমতো করা হয়েছে কয়েকটি প্রশ্ন। তবে যারা সারা বছর প্র্যাকটিস করেছে, যাদের কনসেপ্ট স্বচ্ছ, তাদের কোনও অসুবিধা হবে না। তারা ১০০-তে ১০০ পাবে।  

অঙ্ক পরীক্ষা কেমন হল? কী বলছে পড়ুয়ারা?

বাংলা এবং ইংরেজি যতটা ভালো হয়েছিল, অঙ্ক পরীক্ষা ততটা মনের মতো হয়নি বলে জানিয়েছে ছাত্র-ছাত্রীদের একাংশ। নঙ্গী হাইস্কুলের ছাত্র ঈশান হাজরা জানিয়েছে, অঙ্ক পরীক্ষার প্রশ্নটা বেশ ‘লেংথি’ ছিল। সম্পাদ্য, উপপাদ্য সহজই ছিল। কিন্তু লেংথি হয়ে যাওয়ার কারণে কিছুটা সমস্যা হয়েছে। 

অঙ্ক মিটল, এবার পরপর পরীক্ষা মাধ্যমিকে

তবে অঙ্কে যা হয়েছে, সেটা বাদ দিয়ে এবার ইতিহাস-সহ বাকি বিষয়ের পরীক্ষার দিকে মনোনিবেশ করতে চাইছে ছাত্র-ছাত্রীরা। আগামী সোমবার (১৭ ফেব্রুয়ারি) ইতিহাস পরীক্ষা আছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আছে ভূগোল পরীক্ষা। বুধবার জীবনবিজ্ঞান (১৯ ফেব্রুয়ারি) পরীক্ষা আছে। আর বৃহস্পতিবার ভৌতবিজ্ঞান (২০ ফেব্রুয়ারি) পরীক্ষা হবে। যাদের ঐচ্ছিক বিষয় নেই, তাদের মাধ্যমিক পরীক্ষা সেদিনই শেষ হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *