মে’র দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে। মধ্যশিক্ষা পর্ষদের সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম নিউজ১৮-র প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ১২ মে (সোমবার) থেকে ২০ মে’র (মঙ্গলবার) মধ্যে মাধ্যমিকের ফলপ্রকাশ করার সম্ভাবনা আছে। তবে প্রাথমিকভাবে ১২ মে’তেই ফলপ্রকাশ করার লক্ষ্যমাত্রা নিয়ে পর্ষদ এগিয়ে যাচ্ছে বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে আপাতত পর্ষদের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। সাধারণত ফলপ্রকাশের আগে দিনকয়েক আগেই রেজাল্টের দিনক্ষণ চূড়ান্ত করে থাকে পর্ষদ। এবারও সেই ধারায় ছেদ পড়বে না বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
৯০ দিনের মধ্যে ফলপ্রকাশের চেষ্টা করে পর্ষদ
এমনিতে এবার মাধ্যমিক পরীক্ষা চলেছে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। আর পরীক্ষা শেষ হওয়ার সাধারণত ৯০ দিনের মধ্যে ফলপ্রকাশের চেষ্টা করে থাকে পর্ষদ। সেই হিসেবে আগামী মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ নাগাদই মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে। গতবার যেমন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলেছিল। আর ২ মে মাধ্যমিকের ফলপ্রকাশ করা হয়েছিল।
অধিকাংশ উত্তরপত্র জমা পড়ে গিয়েছে
এবার ঠিক কবে মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে, সেটা অবশ্য অনেকাংশে নির্ভর করছে উত্তরপত্র জমা পড়ার উপরে। সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ইতিমধ্যে অধিকাংশ উত্তরপত্র জমা পড়ে গিয়েছে। আর উত্তরপত্র জমা পড়ার পরে যে যে কাজ আছে, সেগুলি দ্রুত শেষ করে মাধ্যমিকের ফলপ্রকাশের চেষ্টা করা হচ্ছে বলে পর্ষদ সূত্রে খবর।
মাধ্যমিকের ফলাফল কীভাবে দেখতে হবে?
মাধ্যমিকের ফলপ্রকাশের পরে অন্যান্যবারের মতো এবারও হিন্দুস্তান টাইমস বাংলায় রেজাল্ট দেখা যাবে। সেজন্য ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় (bangla.hindustantimes.com) আসতে হবে পরীক্ষার্থীদের। হোমপেজেই থাকবে ‘পরীক্ষার রেজাল্ট’। সেখানে ক্লিক করতে হবে।
তাহলেই একটি নতুন পেজ খুলে যাবে। ’10th Board Results’-র লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর নতুন যে পেজ খুলে যাবে, সেখানে মাধ্যমিকের রোল নম্বর এবং জন্মতারিখ দিতে হবে। তারপর ক্লিক করতে হবে ‘Submit’-এ। তাহলেই মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে।
আর কীভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে?
তাছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকেও মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যায়। মাধ্যমিক প্রার্থীর রোল নম্বর এবং জন্মতারিখ দিয়ে wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইট থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে।