Maha Kumbh Yogi Adityanath Update। মহাকুম্ভে বড় পদক্ষেপ যোগীর

Spread the love

পুলিশ-প্রশাসনের অনেকের মনেই ষড়যন্ত্রের তত্ত্ব উঁকি দিচ্ছে। আবার অনেকে দাবি করছেন, গুজব ছড়িয়ে হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি করা হয়েছিল। আবার সোশ্যাল মিডিয়ায় পূণ্যার্থীদের বয়ানের একটি ভিডিয়ো ঘোরাফেরা করছে, যেখানে দাবি করা হচ্ছে, লাল পতাকা নিয়ে কারা যেন ধাক্কা দিতে শুরু করেছিলেন, এর জেরেই এই বিপর্যয়। এই সব আপাত প্রমাণহীন অভিযোগের পাশাপাশি আরও একটি অভিযোগ উঠেছে। সাধু থেকে পূণ্যার্থীদের অনেকেরই প্রশ্ন, ভিভিআইপিদের জন্যে যেভাবে ব্যবস্থা রাখা হচ্ছে, সেই ব্যবস্থা আম জনতার জন্যে কোথায়? এই আবহে এবার কড়া পদক্ষেপ করলেন যোগী। এর মধ্যে ভিভিআইপি পাস নিষিদ্ধ করা হয়েছে। এদিকে মহাকুম্ভ মেলার প্রাঙ্গনে কোনও ধরনের যান চলাচল করা যাবে না।

এদিকে পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যুর আবহে আজ যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়, এর জন্যে উচ্চপদস্থ কর্তাদের ঘটনাস্থল পরিদর্শনে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী। সেই মতো রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশের ডিজি প্রয়াগরাজে গিয়ে স্নানের ঘাট দেখে আসবেন আজকে। এর আগে গতকাল গভীর রাত পর্যন্ত আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন যোগী। এর আগে পূণ্যার্থীদের পদপিষ্ট হওয়ার ঘটনার জেরে বিভিন্ন মহল থেকে উত্তরপ্রদেশ সরকারের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এহেন পরিস্থিতিতে এই ঘটনা নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগামী একমাসের মধ্যে এই নিয়ে রিপোর্ট জমা করার নির্দেশও দিয়েছেন যোগী। এদিকে মৃতদের পরিবারকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার।

আবেগপ্রবণ হয়ে এই ঘটনা নিয়ে যোগী আদিত্যনাথকে বলতে শোনা গিয়েছিল, ‘এই ঘটনা শুধুমাত্র হৃদয়বিদারক নয়, এটা আমাদের জন্যে একটা শিক্ষাও বটে।’ এদিকে তদন্ত প্রসঙ্গে যোগী বলেন, ‘বিচার বিভাগীয় কমিশনকে হুড়োহুড়ি এবং পূণ্যার্থীদের পদপিষ্ট হওয়ার কারণ বের করতে বলা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখে এমন সুপারিশ করতে বলা হয়েছে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’ অবসরপ্রাপ্ত বিচারপতি হর্ষ কুমারের নেতৃত্বে এই বিচার বিভাগীয় তদন্ত প্যানেলে আরও আছেন প্রাক্তন ডিজিপি ভিকে গুপ্ত এবং অবসরপ্রাপ্ত আইএএস অফিসার ডিকে সিং। এদিকে যোগী আরও ঘোষণা করেন, এভাবে পূণ্যার্থীদের পদপিষ্ট হওয়ার ঘটনার কারণ কী তা জানতে পুলিশ তদন্তও করা হবে। এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, মুখ্যসচিব মনোজ কুমার সিং এবং ডিজিপি প্রশান্ত কুমার আগামী স্নানের দিনগুলির জন্য ভিড় ব্যবস্থাপনার বিষয়টি খতিয়ে দেখতে বৃহস্পতিবার প্রয়াগরাজ যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *