Make in India Project। চেষ্টা করেও ‘মেক ইন ইন্ডিয়া’-তে ডাহা ফেল মোদী

Spread the love

কংগ্রেস এমপি রাহুল গান্ধী(Rahul Gandhi) লোকসভার বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছেন তিনি। রাহুলের মতে, মেক ইন ইন্ডিয়া পুরো ব্যর্থ। বর্তমান সরকারের আমলে ভারতের উৎপাদন ক্ষেত্র পুরোপুরি ভুগছে।

রাহুল গান্ধী বলেন, মেক ইন ইন্ডিয়া একটা ভালো চিন্তাভাবনা। কিন্তু এটা ডাহা ফেল করেছে।

রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের প্রস্তাব করেছিলেন। আমার মনে হয় এটা একটা ভালো আইডিয়া। আর তার ফল তো আপনাদের সামনেই হাজির। উৎপাদনক্ষেত্রে জিডিপি ১৫.৩ শতাংশ ছিল ২০১৪ সালে। সেটা আরও নেমে গিয়ে হয়েছে ১২.৬ শতাংশ। ৬০ বছরে এটা সর্বনিম্ন।

সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দোষ দিচ্ছি না। তিনি চেষ্টা করেননি এটা বলা ঠিক হবে না। আমি বরং এটা বলব যে প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন কিন্তু তিনি ব্যর্থ। আমি উৎপাদনক্ষেত্রকে চিনের হাতে তুলে দিয়েছি।

রাহুল গান্ধী একটি শক্তিশালী উৎপাদন ক্ষেত্র তৈরির ক্ষেত্রে ভারতের অসমর্থতার কথাকে তুলে ধরেন। তিনি জানিয়েছেন, যে কোনও দেশ দুটি বিষয়কে তুলে ধরে। একটা হল ভোগ আর অপরটি হল উৎপাদন। বর্তমানে এটাকে পরিষেবা বলে উল্লেখ করা হয়। আর এক সংগঠিত প্রোডাকশনকে ম্যানুফাকচারিং বলে উল্লেখ করা হয়। তবে কেবলমাত্র ম্যানুফ্যাকচারিংয়ের থেকে এই প্রোডাকশনে অনেক বড় বিষয় থাকে। তবে এই অর্গানাইজিং প্রোডাকশনে আমরা বেশ ব্যর্থ।

সেই সঙ্গেই রাহুল গান্ধী জানিয়েছেন, প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের একাধিক ভালো কোম্পানি রয়েছে। কিন্তু পুরো উৎপাদনক্ষেত্রটা আমরা চিনের হাতে তুলে দিচ্ছি। এই যেমন মোবাইল ফোন। যদিও আমরা বলছি যে মোবাইল ফোন তৈরি করছি ভারতে তবে এটা আসলে তা নয়। এই ফোন ভারতে তৈরি নয়। এই ফোনকে ভারতে জোড়া লাগানো হয়। এই ফোনের সমস্ত সামগ্রী তৈরি হয় চিনে। আমরা এজন্য চিনকে কর দিয়ে থাকি। জানিয়েছেন রাহুল গান্ধী।

জাতীয় সুরক্ষা সংক্রান্ত বিষয়ে রাহুল গান্ধী জানিয়েছেন যে আমাদের সেনা প্রধান বলেছেন যে আমাদের দেশের মধ্য়েই চিনের উপস্থিতি রয়েছে। এটাই হল ফ্য়াক্ট।

রাহুল বলেন, এই যে আমাদের দেশের মধ্য়ে চিন বসে রয়েছে কারণ মেক ইন ইন্ডিয়া ব্যর্থ হয়েছে। চিন যে ভারতের মধ্যে বসে রয়েছে তার বড় কারণ হল ভারত উৎপাদন করতে পারছে না। আমি খুব উদ্বিগ্ন যে ভারত ফের এই বিপ্লবকে চিনের হাতে তুলে দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *