Mamta Kulkarni। মমতার বিরুদ্ধে মুখ খোলায় জখম কিন্নর জগৎগুরু

Spread the love

প্রায় ১২ বছর পর বিদেশ থেকে মুম্বই ফিরে এসেছিলেন মমতা কুলকার্নি(Mamta Kulkarni)। অনেকে ভেবেছিলেন তিনি হয়তো আবার রুপোলি পর্দায় ফিরে আসবেন,কিন্তু সেই সমস্ত চিন্তাভাবনা নস্যাৎ করে দিয়ে প্রয়াগরাজে চলতে থাকা মহাকুম্ভে নিজের পিন্ডদান করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন অভিনেত্রী মমতা কুলকার্নি।

সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর মমতাকে কিন্নর আখড়ার মহামন্ডলেশ্বর পদ প্রদান করা হয়। তবে এই ব্যাপারে অনেকেরই আপত্তি ছিল, যার মধ্যে অন্যতম ছিলেন কিন্নর জগৎগুরু হিমাঙ্গী সখী। তবে মমতার বিরুদ্ধে মুখ খোলার পরিণতি যে এতটা ভয়ঙ্কর হতে পারে তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি তিনি।

সম্প্রতি প্রয়াগরাজ থেকে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখান থেকে জানা গেছে কিছু লোক এসে হঠাৎ করেই জগৎ গুরুর ক্যাম্পে হানা দেয় শনিবার রাতে। অভিযুক্তরা চারিদিক থেকে জগৎ গুরুর ক্যাম্প ঘিরে রেখেছিল এবং পরবর্তী সময়ে তাঁকে মারধর করে।

জানা গেছে, প্রয়াগরাজে ৮ নম্বর সেক্টরে অবস্থিত কিন্নর জগৎ গুরুর ক্যাম্পে যারা হানা দেয়, তারা একটি ফরচুনার গাড়িতে করে এসেছিল। গোটা ঘটনার সঙ্গে কিন্নর আখড়ার মহামন্ডলেশ্বর লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠি জড়িত আছে বলে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই হামলার পর জগৎ গুরুর ভক্ত এবং অনুরাগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

হামলার কথা জানার পরেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। সিসিটিভি ক্যামেরাতেও হামলার ভিডিয়ো রেকর্ড করা রয়েছে। হামলার প্রকৃত কারণ অনুসন্ধান করার চেষ্টা করা হচ্ছে, তবে সবটাই মমতার বিরুদ্ধে মুখ খোলার কারণে হয়েছে বলে মনে করছেন সকলে।

গোটা ঘটনায় হিমাঙ্গী সখী জানান, তিনি তাঁর দাদাদের সঙ্গে ক্যাম্পে ছিলেন। আচমকা লক্ষ্মীনারায়ন ত্রিপাঠী ৫০ জন লোক নিয়ে হামলা চালান। হামলাকারীদের হাতে রড, তলোয়ার, লাঠি, হকি স্টিক, ত্রিশূল এবং অন্যান্য অস্ত্র ছিল। ১০ থেকে ১২টি গাড়ি করে হামলাকারীরা আসে এবং ক্যাম্প ঘেরাও করে ভাঙচুর চালায়।

এই ঘটনার পরেই মহামন্ডলেশ্বর সম্মান থেকে ইস্তফা দেন মমতা কুলকার্নি। সোমবার একটি ভিডিয়ো বার্তায় মমতা জানান, আমি কিন্নর আখড়ার মহা মন্ডলেশ্বর পদ থেকে ইস্তফা দিচ্ছি। গত ২৫ বছর ধরে আমি বিভিন্ন সাধনার সঙ্গে যুক্ত, আগামী দিনেও তাই থাকব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *