সোমবার ইদের দিনে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর লড়াইয়ে নামছে কেকেআর। টিম মালিক শাহরুখ খানের পাড়ায় এই ম্যাচে বাজিগর হওয়ার সুযোগ রয়েছে রিঙ্কু সিংয়ের সামনে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই ম্যাচে অন্তত চারটি ব্যক্তিগত নজির গড়তে পারেন রিঙ্কু সিং। মুম্বই ম্যাচে রিঙ্কু কোন কোন ব্যক্তিগত মাইলস্টোন ছুঁতে পারেন, দেখে নেওয়া যাক তালিকা।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই ম্যাচে মাঠে নেমে আইপিএল কেরিয়ারে ১০০০ রান পূর্ণ করতে পারেন রিঙ্কু সিং। তার জন্য কেকেআর তারকার দরকার ৯৫ রান। আপাতত ৪৮টি আইপিএল ম্যাচের ৪১টি ইনিংসে ব্যাট করে রিঙ্কু সিং সংগ্রহ করেছেন সাকুল্যে ৯০৫ রান। তিনি ইন্ডিয়ান প্রিমিয়র লিগে মোট ৪টি হাফ-সেঞ্চুরি করেছেন।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই ম্যাচে ৪টি ছক্কা মারলে আইপিএল কেরিয়ারে ৫০টি ছক্কা হাঁকানোর নজির গড়বেন রিঙ্কু সিং। নাইট তারকা এখনও পর্যন্ত মোট ৪৮টি আইপিএল ম্যাচে মাঠে নেমেছেন। তিনি ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ৪১টি ইনিংসে ব্যাট করতে নেমে সাকুল্যে ৪৬টি ছক্কা হাঁকিয়েছেন।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর ম্যাচে ৮টি চার মারলে রিঙ্কু সিং টি-২০ কেরিয়ারে ২৫০টি চার মারার নজির গড়বেন। তিনি ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে এখনও পর্যন্ত মোট ১৫৫টি টি-২০ ম্যাচে মাঠে নেমেছেন। ১৩২টি ইনিংসে ব্যাট করতে নেমে রিঙ্কু চার মেরেছেন সাকুল্যে ২৪২টি।
সোমবার ওয়াংখেড় স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪টি ছক্কা মারলে টি-২০ কেরিয়ারে ১৫০টি ছক্কা মারার মাইলস্টোন ছোঁবেন রিঙ্কু সিং। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে রিঙ্কু এখনও পর্যন্ত মোট ১৪৬টি ছক্কা হাঁকিয়েছেন।