প্লাস্টিক ছাড়া আমাদের জীবন এখন অচল বলা যায়। আর ঠিক এই জিনিসটিই বিপদ ডেকে আনছে মস্তিষ্কের। সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, মানুষের মস্তিষ্কে একটি নির্দিষ্ট হারে জমছে মাইক্রোপ্লাস্টিক।ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো হেলথের বিজ্ঞানীদের কথায়, গত আট বছরে মস্তিষ্কে জমতে থাকা প্লাস্টিকের হার প্রায় ৫০ শতাংশ বেড়ে গিয়েছে। ২০১৬ সালে এই সংক্রান্ত একটি পরীক্ষা করেন গবেষকরা।২০২৪ সালে ফের ওই রোগীদের মস্তিষ্কের পরীক্ষা করা হয়। তাতেই দেখা গিয়েছে, মাইক্রোপ্লাস্টিকের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এর ফলে ভবিষ্যতে কী কী বিপদ হতে পারে, তাও জানিয়েছেন গবেষকরা।
গবেষকদের কথায়, প্লাস্টিকের কণা স্মৃতিশক্তি কমে যাওয়া থেকে অ্যালঝাইমার্সের মতো নানা সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়াও, ইনসুলিনের ক্ষরণে প্রভাব ফেলে এই ধরনের মাইক্রোপ্লাস্টিক। যা সুগারসহ নানা রোগের কারণ।নেচার মেডিসিন জার্নালে প্রকাশিত গবেষণার দাবি, পরীক্ষানিরীক্ষায় অংশগ্রহণকারীদের মস্তিষ্কে কমপক্ষে ৭ গ্রাম মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে। যা রীতিমতো উদ্বেগের। এমন হারে প্লাস্টিক জমতে থাকলে অদূর ভবিষ্যতে মস্তিষ্কের গুরুতর রোগের আশঙ্কা যথেষ্ট।
অন্যতম প্রধান গবেষক তথা টক্সিকোলজিস্ট ম্যাথিউ ক্যাম্পেনের কথায়, জলের বোতল, খাবারের কন্টেনারে যেধরনের প্লাস্টিক ব্যবহৃত হয়, সেগুলিই পাওয়া গিয়েছে মস্তিষ্কে। এগুলি ব্যবহারের বিষয়ে সতর্ক না হলে পরিস্থিতি বিপজ্জনক হতে পারে বলেই মত ম্যাথিউয়ের।