পরশু দিল্লিতে বিধানসভা ভোট। তারই মাঝে সদ্য এক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু পড়ুয়ার সঙ্গে কথা বলছেন। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদী(Narendra Modi) পড়ুয়াদের সঙ্গে কথা বলতে গিয়ে দিল্লির শিক্ষা ব্যবস্থা নিয়ে সরব হয়েছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর তোপ গিয়ে পড়েছে দিল্লির আপ সরকারের বিরুদ্ধে।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, হালকা মেজাজে একটি গাছের তলায় প্রধানমন্ত্রী বসে রয়েছেন। তাঁকে ঘিরে পড়ুয়ারা বসে রয়েছে। সেই সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,’ আমি শুনেছি দিল্লিতে আপ সরকার পড়ুয়াদের নবম শ্রেণির পর বাচ্চাদের আগে যেতেই দেয়না। যে বাচ্চারা গ্যারান্টি যে পাশ হবেই, তাদেরই যেতে দেওয়া হয়, কেন… তাদের রেজাল্ট খারাপ হয়ে গেলে সরকারের মান সম্মান চলে যাবে, এটা খুবই বেইমানির কাজ।’ উল্লেখ্য, মাঝে আর এক রাত। তারপরই রয়েছে দিল্লিতে ভোট। ইতিমধ্যেই দিল্লি ভোটের রণ দামামা বেজে গিয়েছে। ৫ ফেব্রুয়ারি ভোটের আগে, আজই প্রচারের শেষ দিন। আর ৮ ফেব্রুয়ারি ভোটের ফলাফল। তার আগে, একের পর এক সভায় বিজেপি আপের বিরুদ্ধে ক্ষোভের পারদ তুঙ্গে রাখছে। সদ্য এক প্রচার সভা থেকে নরেন্দ্র মোদী আপের দিকে কটাক্ষের পারদ তুঙ্গে রেখে বলেন,’ ঝাড়ুর কাঠি আলাদা হয়ে যাচ্ছে।’ মোদী কটাক্ষ করে বলেন,’ আমরা আজকাল দেখছি ভোটের আগে ঝাড়ুর কাঠি আলাদা হচ্ছে। নেতারা আপ ছাড়ছেন, কারণ তাঁরা জানেন, মানুষ আপকে নিয়ে রেগে আছে। আপ দিল্লির মানুষের ক্ষোভে এতটাই বিপর্যস্ত যে তারা প্রতি ঘণ্টায় মিথ্যা দাবি করছেন।’
সদ্য আটজন আপ বিধায়ক দিল্লি বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক দিন আগে তাদের পদ থেকে পদত্যাগ করেন এবং গত ১ ফেব্রুয়ারি বিজেপিতে যোগদান করেন। যদিও তাঁরা পদত্যাগ করার সময় অভ্যন্তরীণ দুর্নীতির মতো কারণ উল্লেখ করেছিলেন, এই নেতারা আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় টিকিট না পাওয়ার পর, আম আদমি পার্টি ছেড়েছেন বলে খবর। তারপরই এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওই মন্তব্য।