কয়েকদিন আগেই পডকাস্টের অভিষেক ঘটিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিখিল কামাথকে দীর্ঘ ২ ঘণ্টা ধরে সাক্ষাৎকার দিয়েছিলেন মোদী(Narendra Modi)। আর এবার মার্কিন পডকাস্টারের মুখোমুখি হলেন নরেন্দ্র মোদী(Narendra Modi)। আমেরিকান পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন মোদী। উল্লেখ্য, প্রথমবারের মতো ভারতে সফর এসে মোদীর সাক্ষাৎকার পেলেন ফ্রিডম্যান। অবশ্য মোদী যে তাঁর পডকাস্টে আসবেন, তা তিনি ঘোষণা করেছিলেন জানুয়ারি মাসেই। এই আবহে ফ্রিডম্যানের দাবি, ভারতের সংস্কৃতির অভিজ্ঞতা অর্জন করে মানুষজনের সঙ্গে মেলামেশার সুযোগ পেয়ে তিনি খুবই উচ্ছ্বসিত।
এদিকে ফ্রিডম্যান জানান, মোদীর সঙ্গে তিনি তিনঘণ্টা ধরে থা বলেন নিজের পডকাস্টে। ১৬ মার্চ এই পডকাস্ট প্রকাশিত হবে বলেও জানান ফ্রিডম্যান। তাঁর কথায়, ‘আার জীবনের অন্যত শক্তিশালী কথোপকথন হয়েছে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে।’ এদিকে ফ্রিডম্যানের সোশ্যাল মিডিয়া পোস্টের জবাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি নিজের পোস্টে লেখেন, ‘ফ্রিডম্যানের সঙ্গে আমার কথোপকথন দুর্দান্ত ছিল। আমি আমর ছোটবেলার স্মৃতিচারণা থেকে হিমালয়ে আমার কাটানো দিনের কথা বলি সেখানে। এরপর জনপ্রতিনিধি হিসেবে আমার দিনগুলি নিয়েও কথা হয়।’
লেক্স ফ্রিডম্যান কে?
উল্লেখ্য, লেক্স ফ্রিডম্যান একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী এবং পডকাস্টার। ২০১৮ সাল থেকে তিনি পডকাস্ট হোস্ট করছেন। নিজের পডকাস্টে বিজ্ঞান, প্রযুক্তি, ক্রীড়া এবং রাজনীতির বিশিষ্ট ব্যক্তিত্বদের সাক্ষাৎকার নিয়ে থাকেন লেক্স ফ্রিডম্যান। ২০১৯ সালে ফ্রিডম্যানের এমআইটির গবেষণার প্রশংসা করেছিলেন ইলন মাস্ক। এরপরই তিনি ‘লাইমলাইটে’ চলে আসেন। যদিও ফ্রিডম্যানের সেই গবেষণার সমালোচনা করেছিলেন এআই বিশেষজ্ঞদের অনেকেই। এদিকে এর আগে ইলন মাস্ক, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতো ব্যক্তিত্বদের হোস্ট করেছেন লেক্স ফ্রিডম্যান। লেক্স ফ্রিডম্যানের ইউটিউব চ্যানেলে ৪.৫ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। উল্লেখ্য, ফ্রিডম্যানের জন্ম ১৯৮৩ সালের সোভিয়েত ইউনিয়নে (বর্তমানের তাজিকিস্তান)। ২০১৪ সালে এআই নিয়ে কাজ করার জন্যে ফ্রিডম্যানকে নিয়োগ করেছিলেন গুগল। তবে ৬ মাস পরই চাকরি ছেড়ে দিয়েছিলেন ফ্রিডম্যান। সেখান থেকে তিনি এমআইটি-তে গবেষণা শুরু করেন।
মোদীর আগের পডকাস্ট
এর আগে সম্প্রতি জেরোধা সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথের সঞ্চালনায় পিপল বাই ডব্লিউটিএফ-এ প্রথমবারের মতো কোনও পডকাস্টে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে নিজের ছোটবেলা, নেতৃত্বের দর্শন, ভারতের প্রযুক্তিগত অগ্রগতি, গোধরা কাণ্ড ও গুজরাট দাঙ্গা, চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ, মার্কিন ভিসার আবেদন খারিজ এবং ব্যক্তিগত বেশি কিছু বিষয় নিয়ে কথা বলেছিলেন তিনি। সেখানে মার্কিন ভিসা খারিজ ইস্যু নিয়ে তিনি বলেছিলেন, ‘এমনিতে আমেরিকায় ঘুরতে যাওয়ার বিষয়টি আমার কাছে কোনও বড় ব্যাপার ছিল না। তবে আমি তখন মুখ্যমন্ত্রী। আমি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি সরকারের প্রধান। আমার ভিসা নাকচ করে গণতান্ত্রিক সরকার এবং দেশকে অপমান করা হয়েছিল। সেটা আমার খুব খারাপ লেগেছিল। অনেকেই আমার বিরুদ্ধে মিথ্যাচার ছড়িয়েছিল। তবে আমি পরে একটি প্রেস কনফারেন্স করি। আমি তখন বলেছিলাম, ভবিষ্যতে সবাই ভারতীয় ভিসার জন্যে লাইন দিয়ে থাকবে। আমি সেই কথাটা ২০০৫ সালে বলেছিলাম। আর এখন দাঁড়িয়ে আমি স্পষ্টতই দেখছি যে ভারতের সময় চলে এসেছে।’