Modi on Varanasi gangrape। বারাণসীতে তরুণীকে ‘ধর্ষণ’ ২৩ জনের!কঠোরতম ব্যবস্থার নির্দেশ মোদীর

Spread the love

উত্তরপ্রদেশের বারাণসীতে তরুণী গণধর্ষণ কাণ্ডে দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রে ৭ দিন ধরে আটকে রেখে ১৯ বছর বয়সি তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ২৩ জনের বিরুদ্ধে। এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

এই আবহে শুক্রবার ৫০ তম বার নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। বারাণসীতে ৩,৮৮০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেছেন তিনি। আর আগে বারাণসীতে পা রাখা মাত্রই প্রধানমন্ত্রী মোদীকে সাম্প্রতিক গণধর্ষণের বিষয়ে বিস্তারিত জানানো হয়। তিনি বারাণসী বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার এবং বারাণসীর জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে শহরে সাম্প্রতিক অপরাধমূলক ধর্ষণের ঘটনা সম্পর্কে বিস্তারিত শোনেন। এই গণধর্ষণ কাণ্ডে কঠোর থেকে কঠোরতর শাস্তির নির্দেশ দিয়েছেন। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের ঘটনা এই ধরনের ঘটনা বারাণসীতে আর না ঘটে, সে বিষয়েও পুলিশকর্তাদের সতর্ক করে দেন তিনি।

নির্যাতিতার মায়ের বক্তব্য অনুযাযী, ২৯ মার্চ বন্ধুর বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছিলেন ওই তরুণী। নির্যাতিতা তাঁর বন্ধুর সঙ্গে একটি জায়গায় যান। সেখানে আর বেশ কয়েকজন যুবক উপস্থিত ছিলেন। অভিযোগ, সেইসময় তাঁর ঠান্ডা পানীয়ের মধ্যে মাদক মিশিয়ে তাঁকে অচেতন করে ফেলে ওই যুবকদের মধ্যে একজন। এরপর ৭ দিন ধরে সিগ্রা এলাকার বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে অন্তত ২৩ জন। এরপর ৪ এপ্রিল খোঁজ মেলে ওই তরুণীর। এরপর ৬ এপ্রিল লালপুর থানায় অভিযোগ করেন নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে, ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে ঘটনায় ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে। অভিযুক্ত ২৩ জনের মধ্যে অনেকেই নির্যাতিতার পূর্বপরিচিত ছিল বলেও জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *