Modi Speech in Parliament। ‘কেউ কেউ জাকুজি! শাওয়ারে ফোকাস রাখেন, আমরা রাখি হর ঘর জল-এ’

Spread the love

রাত পোহালেই দিল্লিতে বিধানসভা ভোট। তার আগে, আজ মঙ্গলবার সংসদে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তৃতার উপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাবের উপর ভাষণ দেন নরেন্দ্র মোদী। সেই সময়ই সংসদে একাধিক বিষয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। ভাষণে স্বভাবসিদ্ধ খোঁচার সুরও শোনা যায়। 

এদিনের ভাষণে নাম না করে কেজরিওয়ালের বিরুদ্ধে ফের তোপ দাগেন মোদী। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন,’ কেউ কেউ জাকুজি, স্টাইলিশ শাওয়ারে মন দেন, তবে আমরা হর ঘর জল-এ ফোকাস করি।’ প্রসঙ্গত, দিল্লি ভোটের প্রচারে বিজেপির মঞ্চ থেকে বারবার কেজরিওয়ালের বিরুদ্ধে ‘শিশমহল’ ইস্যু তুলে কটাক্ষ বাণ এসেছে। প্রসঙ্গত, দিল্লির ৬ ফ্ল্যাগস্টাফ রোড-এ নির্মিত অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে করা খরচ নিয়ে বিজেপি বারবার সরব হয়েছে। এই বাসভবন কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন নির্মিত হয়। সেই বাড়িতে বিলাসবহুল জিনিসপত্র নিয়ে বিজেপি কটাক্ষ চালিয়ে গিয়েছে। ‘শিশমহল’ কটাক্ষে সেই বাড়ি ঘিরে বহু সময়ই বিজেপি নেতারা সরব হয়েছেন। এদিনও সেই ইস্যুকে সামনে রেখে বক্তব্যের মাঝে মোদী বলেন,’ সরকারি স্কিমে বেচে যাওয়া টাকা দিয়ে শিশমহল তৈরিতে লাগাইনি, দেশ তৈরিতে লাগিয়েছি।’ এদিনের মন্তব্যে মোদী বলেন,’শৌচাগারের ব্যবস্থা না থাকায় অতীতে মহিলারা অনেক ভোগান্তিতে পড়েছিলেন… যাদের এসব সুবিধা আছে তাঁরা বুঝতে পারেন না। যাঁরা ভুগছেন তাদের সমস্যা… আমরা ১২ কোটির বেশি শৌচালয়ে দিয়েছি।’

উল্লেখ্য, দিল্লি ভোটের প্রচার অভিযান সোমবার বিকেলে শেষ হয়েছে। এদিকে, মঙ্গলবার নরেন্দ্র মোদীর ভাষণে মহারাষ্ট্র, হরিয়ানার ভোটে তাঁদের সরকারের কৃতিত্ব ঘিরে বক্তব্য তুলে ধরতেই বিরোধীরা সরব হন সংসদে। 

এলইডি… টাকার সাশ্রয়:-

মঙ্গলবার লোকসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আমরা ক্ষমতায় আসার আগে, এলইডি বাল্ব ৪০০ টাকায় বিক্রি হত। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আমরা দাম কমিয়ে ৪০ টাকা করতে সক্ষম হয়েছি।’ নরেন্দ্র মোদী বলেন, ‘এলইডি বাল্বগুলি শক্তি সংরক্ষণে সাহায্য করেছে, যার ফলে দেশের মানুষের জন্য প্রায় ২০,০০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *