Mukesh Ambani’s Viral Reaction। ওয়াংখেড়েতে অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডবকে উঠে দাঁড়িয়ে কুর্নিশ মুকেশ আম্বানির

Spread the love

রবিবার ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচের সময় ওয়াংখেড়ের গ্যালারিতে রীতিমতো চাঁদের হাট। অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের উপস্থিতি চোখ টানে আলাদা করে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি, তাঁর ছেলে আকাশ আম্বানি-সহ ধনকুবের অজয় পিরামলকে গ্যালারিতে দেখা গিয়েছে। তাঁদের সঙ্গে ছিলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি ও তাঁর জামাই, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার আমির খানও(Aamir Khan)।

অভিষেক বচ্চন সম্প্রতি ইউরোপীয়ান ক্রিকেটে বিনিয়োগ করে এই খেলার সঙ্গে যুক্ত হয়েছেন। তবে আম্বানিদের মতো ক্রিকেটের সঙ্গে যোগ বাকি তারকাদের কারও নেই। অর্থাৎ, বাকিরা শুধু ক্রিকেট অনুরাগী হলে মুকেশ আম্বানি শুধুমাত্র ক্রিকেটপ্রেমী নন। আইপিএল-সহ বিশ্বের বিভিন্ন লিগে আম্বানিদের দল রয়েছে। অন্তত ৬টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের রাশ রয়েছে আম্বানিদের হাতে।

সঙ্গত কারণেই মুকেশ আম্বানি ক্রিকেটারদের ভালো-মন্দ বোঝেন। রবিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধারকে দেখা যায় অভিষেক শর্মার ব্যাটিং উপভোগ করতে। ইংল্যান্ডের আগুনে পেসারদের বিরুদ্ধে অভিষেক শর্মার এমন দাপটকে যে কুর্নিশ জানাতেই হয়, সেটা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি তাঁর।

তাই পঞ্চম ওভারে জেমি ওভার্টনের প্রথম ২টি বলে পরপর ২টি ছক্কা হাঁকিয়ে অভিষেক শর্মা ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করতেই উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা যায় মুকেশ আম্বানিকে। তিনি উঠে দাঁড়িয়ে করতালিতে কুর্নিশ জানান অভিষেক শর্মার কৃতিত্বকে।

স্বাভাবিকভাবেই এই ঘটনার ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেটপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু করে দেন যে, আম্বানিকে দু’বার চেয়ার ছেড়ে উঠতে বাধ্য করা অভিষেক শর্মার কম কৃতিত্ব নয়।

বিধ্বংসী শতরান অভিষেক শর্মার

অভিষেক শর্মা ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টি-২০ ম্যাচে ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ১৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শতরানের গণ্ডি টপকান মাত্র ৩৭ বলে। সাহায্য নেন ৫টি চার ও ১০টি ছক্কার। শেষমেশ ৭টি চার ও ১৩টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ১৩৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে মাঠ ছাড়েন অভিষেক।

বিরাট জয় টিম ইন্ডিয়ার

রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডকে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচে ১৫০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ভারত। শুরুতে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৪৭ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১০.৩ ওভারে অল-আউট হয়ে যায় মাত্র ৯৭ রানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *