নাসার মঙ্গলযান পার্সিভারেন্স রোভার সম্প্রতি মঙ্গল গ্রহে খোঁজ পেল এক রহস্যময় খুলির আকৃতির পাথরের। সেই ছবি তুলেছে পৃথিবীতে পাঠিয়েছে মঙ্গলযান। তবে এই পাথরের উৎপত্তি কোথায় এখনও জানা যায়নি। নাসার গবেষকদের কথায়, যেখানে এই পাথর পাওয়া গিয়েছে,স এটি সেখানকার নয়। রহস্যময় পাথরটিকে নাসা ‘স্কাল হিল’ বলছে। গত ১১ এপ্রিল পার্সিভারেন্স রোভার জেজেরো ক্র্যাটারের রিমে মাস্টক্যাম-জেড যন্ত্র ব্যবহার করে এই পাথর আবিষ্কার করেছিল। যেহেতু উৎপত্তি নিশ্চিত নয়, তাই একে ফ্লোট রক বা ভাসমান শিলা বলা হচ্ছে।
যদিও শিলাটির চারপাশের বেশিরভাগ অঞ্চল হালকা রঙের এবং ধুলোময়। তবুও স্কাল হিলটি কালো, কৌণিক এবং ছোট ছোট গর্তে ঢাকা। নাসা জানিয়েছে, ‘এই ভাসমান শিলাটিতে কয়েকটি গর্ত রয়েছে। আপাতত সেগুলিই পরখ করে দেখা হবে শিলাটি কোথা থেকে এসেছে।’