দুর্দান্ত অভিনয় করে যিনি বারবার মানুষের মন জয় করেছেন, তিনি হলেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি। কমেডি থেকে ভিলেন, সব চরিত্রেই তিনি অসাধারণ। এবার একজন সৎ কাস্টম অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে। আগামী ১ মে মুক্তি ওটিটি প্ল্যাটফর্ম জি ৫-এ মুক্তি পাবে ‘কোস্টাও’।
সিনেমার মুক্তির আগে জি ফাইভে মুক্তি পেল সিনেমা ট্রেলার। আজ অর্থাৎ ১৭ এপ্রিল ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গে অভিনেতার এই নতুন রূপ ভীষণ পছন্দ হয়েছে মানুষের। ১৯৯০ দশকের প্রেক্ষাপটে তৈরি হওয়া একটি অসাধারণ গল্পকে ঘিরে তৈরি করা হয়েছে এই সিনেমাটি।
ট্রেলার প্রসঙ্গে
সিনেমায় নওয়াজ উদ্দিন কোস্টাও ফার্নান্ডেজের চরিত্রে অভিনয় করেছেন। তিনি এমন একজন কাস্টম অফিসার, যিনি কখনও অন্যায়কে প্রশ্রয় দেন না। ১৫০০ কোটি টাকার সোনা চোরা চালানকে কীভাবে তিনি আটকাবেন, কীভাবে লড়াই করবেন সিস্টেমের বিরুদ্ধে সেই গল্পই তুলে ধরা হবে সিনেমার মাধ্যমে।
ট্রেলারে দেখানো হয়েছে কীভাবে সোনা চোরাচালান চক্রকে আটকানোর চেষ্টা করে নিজের ডিপার্টমেন্টের মানুষের থেকেই প্রতারিত হন নওয়াজডদ্দিন। খুনের মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হয় তাঁকে। একদিকে দুর্নীতিবাদ, অন্যদিকে আন্ডারওয়ার্ল্ড, মাঝে নিজের সংসার, সবকিছু মিলিয়ে লড়াই আরও বেশি কঠিন হয়ে দাঁড়ায়।
ট্রেলার শেয়ার করে Zee 5 – এর তরফ থেকে ক্যাপশনে লেখা হয়েছে, ‘একজন প্রকৃত নায়কের গল্প, একজন কাস্টম অফিসার যিনি একাই লড়াই করেছেন অপরাধের অন্ধকার দুনিয়ার সঙ্গে। এটি শুধু লড়াই নয়, নিজের আত্মসম্মানকে রক্ষা করা।’
ট্রেলার দেখে এক ভক্ত মন্তব্য করে লিখেছেন, ‘পুরনো নওয়াজুদ্দিনকে দেখতে পেলাম। দারুন মজা হবে।’ অন্য একজন লিখেছেন, ‘দুর্দান্ত’। তৃতীয় একজন লিখেছেন, ‘আমার দেখা সেরা অভিনয়ের মধ্যে একটা হতে চলেছে।’ চতুর্থ একজন লিখেছেন, ‘ভীষণ উত্তেজিত।’ পঞ্চম জন মন্তব্য করে লিখেছেন, ‘দুর্দান্ত ডায়লগ ডেলিভারি, অপেক্ষা করতে পারছি না।’
প্রসঙ্গত, সেজল শাহ পরিচালিত এই সিনেমায় নওয়াজ উদ্দিন ছাড়া অভিনয় করেছেন প্রিয়া বাপত, কিশোর কুমার জি। ভানুশালী স্টুডিওস লিমিটেড এবং বোম্বে ফেবেলস মোশান পিকচার্স – এর সহযোগিতায় নির্মিত এই সিনেমাটি আগামী ১ মে থেকে সম্প্রচারিত হবে Zee 5 – এ।