প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(Narendra Modi) ব্যক্তিগত সচিব পদে নিয়োগ করা হল আইএফএস আধিকারিক নিধি তিওয়ারিকে। সোমবার (৩১ মার্চ, ২০২৫) কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে, এর আগে প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)-এ উপ-সচিব পদে কাজ করছিলেন নিধি। এবার তাঁর পদোন্নতি হয় এবং সরাসরি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব পদে তাঁর নিয়োগ করা হয়।
সংশ্লিষ্ট মন্ত্রকের পক্ষ থেকে এই নির্দেশিকা বা বিজ্ঞপ্তি জারি করা হয় গত ২৯ মার্চ (২০২৫)। তাতে বলা হয়েছে, ‘নিয়োগ কমিটির পক্ষ থেকে ২০১৪ সালের আইএফএস আধিকারিক নিধি তিওয়ারির নিয়োগে অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর দফতরে উপ-সচিব হিসাবে কর্মরত রয়েছেন। তাঁকে এবার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব পদে নিয়োগ করা হল। বেতন কাঠামোর ১২তম স্তরে এই নির্দেশিকা তৎক্ষণাৎ কার্যকর হবে। কো-টার্মিনাস ভিত্তিতে এবং যতক্ষণ পর্যন্ত না নতুন কোনও নির্দেশিকা জারি হয়, যেটাই আগে হোক না কেন, ততক্ষণ এই নির্দেশিকা কার্যকর থাকবে।’
কে এই নিধি তিওয়ারি?
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, নিধি তিওয়ারি আদতে উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা। লক্ষ্যণীয় বিষয় হল, ২০১৪ সাল থেকে একটানা তিনবার এই বারাণসী কেন্দ্র থেকেই ভোটে দাঁড়িয়ে জিতেছেন নরেন্দ্র মোদী।
আবারও নিধিও ২০১৪-র ব্যাচেরই আইএফএস (ইন্ডিয়ান ফরেন সার্ভিস) আধিকারিক এবং ওই বছরই তিনি সরকারি চাকরিতে যোগ দেন।
নিউজ এইটিনের প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ইউপিএসসি-র পরীক্ষায় নিধি তিওয়ারির ব়্যাঙ্ক ছিল ৯৬! সংশ্লিষ্ট রিপোর্টে দাবি করা হয়েছে, ইউপিএসসি-তে বসার আগে তিনি বারাণসীতেই সহকারী কমিশনার (বাণিজ্যিক কর বিভাগ) হিসাবে কাজ করতেন। একইসঙ্গে, সেই সময় ইউপিএসসি-র প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি।
২০২২ সালে আন্ডার সেক্রেটারি হিসাবে পিএমও-তে যোগ দেন নিধি এবং ২০২৩ সালের ৬ জানুয়ারি থেকে তিনি উপ-সচিব পদে দায়িত্ব সামলাচ্ছেন। ওই পদে থাকাকালীন তিনি ‘বিদেশ এবং নিরাপত্তা’ বিভাগের কর্মরত ছিলেন। উল্লেখ্য, এই বিভাগের আধিকারিকরা সরাসরি রিপোর্ট করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভালকে। এছাড়াও, বিদেশ মন্ত্রকের নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক বিভাগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে নিধি তিওয়ারির।
বর্তমানে প্রধানমন্ত্রীকে তাঁর কাজে সহযোগিতা করেন দু’জন ব্যক্তিগত সচিব। এঁরা হলেন – বিবেক কুমার এবং হার্দ্যিক সতীশচন্দ্র শাহ। এছাড়াও, গত ফেব্রুয়ারি মাসে প্রাক্তন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসকে প্রধানমন্ত্রীর ‘প্রধান সচিব-২’ পদে নিয়োগ করা হয়েছে।